ফটোগ্রাফার নাহিদ রানা আর ম্যাককালামের নতুন শুরুর অপেক্ষা

অনুশীলনের ফাঁকে হঠাৎ ছবি তুলতে ইচ্ছে হলো নাহিদ রানার। ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ হিসেবে আগামীকাল যাত্রা শুরু হচ্ছে ব্রেন্ডন ম্যাকাকালামের। ক্রীড়াঙ্গনে আজকের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৭
ফরচুন বরিশালের অনুশীলনে কিছু একটা ইঙ্গিত করছিলেন অধিনায়ক তামিম ইকবাল। সেদিকেই তাকিয়ে তিন সতীর্থ নাজমুল হোসেন, রিপন মন্ডল ও তানভীর ইসলাম
ছবি: শামসুল হক
২ / ৭
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠার পর কিংবদন্তি নোভাক জোকোভিচের গর্জন
ছবি: রয়টার্স
৩ / ৭
বিপিএলে আজ কোনো খেলা নেই। বিরতির দিনে হাবিবুল বাশারকে নিয়ে তাই চট্টগ্রামের ভাটিয়ারীতে গলফ খেলতে গেছেন আতহার আলী খান। বাংলাদেশের সাবেক দুই ব্যাটসম্যানই বিপিএলে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
অনুশীলনে ভারতীয় পেসার মোহাম্মদ শামি। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪ মাস পর ভারতের জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে
ছবি: এএফপি
৫ / ৭
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর সংবাদ সম্মেলনেও কার্লোস আলকারাজকে যেন হতাশা ঘিরে ফেলেছে
ছবি: এএফপি
৬ / ৭
ইংল্যান্ডের লাল বলের প্রধান কোচের দায়িত্বে অনেক আগে থেকেই ছিলেন। কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে দলটির সাদা বলের কোচ হিসেবেও যাত্রা শুরু হচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের। ম্যাচ সামনে রেখে আজ অধিনায়ক জস বাটলারের সঙ্গে আলাদাভাবে কাজ করেছেন ম্যাককালাম (বাঁয়ে)
ছবি: এএফপি
৭ / ৭
রংপুর রাইডার্সের অনুশীলনে ফটোসাংবাদিকেরা এসেছিলেন নাহিদ রানাকে ক্যামেরাবন্দী করতে। তবে আজ নাহিদ রানারই শখ জাগল ফটোগ্রাফার হওয়ার। ক্যামেরাটা নিয়ে নিজেই ছবি তুলতে শুরু করলেন আলোচিত এই ফাস্ট বোলার
ছবি: শামসুল হক