২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৯১, ৫৬, ৪৩...হলান্ড সিটিতে যোগ দেওয়ার পর ইংল্যান্ডের ফুটবলে সবচেয়ে বেশি গোল যাঁদের

গোলমেশিন হলান্ডরয়টার্স

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই আর্লিং হলান্ড ও গোল যেন সমার্থক। শুরু থেকেই ম্যাচের পর ম্যাচে গোল করে চলেছেন এই নরওয়েজীয় স্ট্রাইকার। এর মধ্যে গোলের বেশ কিছু রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। এমনকি এই মৌসুমেও প্রথম ম্যাচেই গোল আদায় করে নিয়েছেন হলান্ড। এর মধ্যে মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্যও যেন বার্তা দিয়ে রাখলেন নরওয়েজীয় স্ট্রাইকার।

গত দুই মৌসুমে ইংলিশ ক্লাবে খেলা দলগুলোর খেলোয়াড়দের মধ্যে হলান্ডের স্কোরিং রেট ছিল বিস্ময়কর। বরুসিয়া ডর্টমুন্ড থেকে হলান্ড সিটিতে নাম লেখানোর পর গোল করায় তাঁর ধারেকাছেও আসতে পারেননি বাকিরা। এমনকি দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ সালাহও পিছিয়ে আছেন ৩৫ গোলের ব্যবধানে। আর পাঁচে থাকা মার্কাস রাশফোর্ডের সঙ্গে হলান্ডের গোলের ব্যবধান ৫৩।

আরও পড়ুন

হলান্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ইংল্যান্ডের ক্লাবে খেলা ফুটবলারদের মধ্যে গোলসংখ্যায় শীর্ষ পাঁচে কারা আছেন, একনজরে দেখে নেওয়া যাক।

মার্কাস রাশফোর্ড
রয়টার্স

মার্কাস রাশফোর্ড (৩৮ গোল)
ম্যানচেস্টার ইউনাইটেড

রাশফোর্ডের ক্যারিয়ারটাই যেন উত্থান-পতনে ভরপুর। নিজের সেরা ছন্দে থাকার সময় তাঁর দক্ষতা ও সক্ষমতা রীতিমতো ঈর্ষণীয়। কিন্তু ফর্ম হারালে রাশফোর্ডকে যেন খুঁজেই পাওয়া যায় না। ফলে রাশফোর্ডের গোল করার ক্ষেত্রেও দেখা মিলেছে ভারসাম্যহীনতার। হলান্ড সিটিতে নাম লেখানোর পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে রাশফোর্ড গোল করেছেন ৩৮টি। যার মধ্যে ২০২২-২৩ মৌসুমেই করেছেন ৩০টি। আর গত মৌসুমে করেন মাত্র ৮ গোল। চলতি মৌসুমে রাশফোর্ড ঘুরে দাঁড়াতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

২০২৩–২৪ প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ফিল ফোডেন
প্রিমিয়ার লিগ ওয়েবসাইট

ফিল ফোডেন (৪২ গোল)
ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগে গত মৌসুমের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির জার্সিতে ম্যাচের পর ম্যাচে আলো ছড়িয়েছেন ২৪ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। গোল করার পাশাপাশি সহায়তাও করেছেন অনেক। বর্তমানে তাঁর দখলে আছে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ। এ বছর পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। হলান্ডকে ক্লাব সতীর্থ হিসেবে পাওয়ার পর এখন পর্যন্ত ৪২ গোল করেছেন ফোডেন।

এ মৌসুমে চমক দেখিয়েছেন ওয়াটকিনস
ইনস্টাগ্রাম

ওলি ওয়াটকিনস (৪৩)
অ্যাস্টন ভিলা

ইংলিশ ফুটবলে এই মুহূর্তে কম মূল্যায়িত খেলোয়াড়দের একজন ওলি ওয়াটকিনস। গত মৌসুমে তিনি সব মিলিয়ে করেছেন ২৭ গোল। আর হলান্ড সিটিতে আসার পর থেকে ওয়াটকিনসের সব মিলিয়ে গোল সংখ্যা ৪৩। এ মৌসুমেও অ্যাস্টন ভিলার অন্যতম ভরসা এই ইংলিশ ফরোয়ার্ড।

লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ
রয়টার্স

মোহাম্মদ সালাহ (৫৬ গোল)
লিভারপুল

লিভারপুল তো বটেই, ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরাদের তালিকায় থাকবেন মোহাম্মদ সালাহ। শুরুতে তাঁকে বলা হচ্ছিল, ‘ওয়ান সিজন ওয়ান্ডার’ অর্থাৎ এক মৌসুমের তারকা। কিন্তু বিস্ময় যেন শেষ হতেই দিচ্ছেন না সালাহ। ম্যাচের পর ম্যাচে গোল করে চলেছেন সালাহ। এ মৌসুমেও প্রথম ম্যাচে গোল করেছেন মিসরীয় তারকা। ২০২২-২৩ মৌসুমে তাঁর গোল সংখ্যা ছিল ৩০। আর গত মৌসুমে করেছেন ২৫টি। সব মিলিয়ে হলান্ড সিটিতে নাম লেখানোর পর ৫৬ গোল করে তালিকার দুইয়ে আছেন সালাহ।

সিটি তারকা আর্লিং হলান্ড
রয়টার্স

আর্লিং হলান্ড (৯১ গোল)
ম্যানচেস্টার সিটি

ফুটবলে গোল করার সংজ্ঞাকেই যেন নতুন করে লিখছেন আর্লিং হলান্ড। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর গোল করাকে এত সহজও করে তুলতে পারেননি আর কেউ। সিটিতে আসার পর তাঁর করা ৯১ গোলই বলে দিচ্ছে মাঠে হলান্ড গোল করায় কতটা বিধ্বংসী। প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে পারেন এই স্ট্রাইকার। অবিশ্বাস্য এই গোল মেশিন সামনের দিনগুলোতে কোথায় গিয়ে থামেন, সেটাই এখন দেখার অপেক্ষা। আর চলতি মৌসুমেও যে গোলবন্যার ইঙ্গিত দিয়ে রেখেছেন, সে কথা তো আগেই বলা হয়েছে।