বুড়োদের দল ইংল্যান্ড, তরুণতম আফগানিস্তান

ইংল্যান্ড ক্রিকেট দলছবি: এএফপি

এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় নেদারল্যান্ডসের। বাছাইপর্ব উতরে আসা ডাচদের দুজন খেলোয়াড়ের বয়স ৩৮ বছরের বেশি, সর্বোচ্চ ৩৯ বছর ১২৫ দিন ওয়েসলি বারেসির। তবে দলগতভাবে বেশি বয়সী খেলোয়াড়ের আধিক্য ইংল্যান্ড দলে। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের মধ্যে সবচেয়ে বেশি গড় বয়স বর্তমান চ্যাম্পিয়নদের—৩১.৬৯ বছর। আর সবচেয়ে কম গড় বয়সী আফগানিস্তানের—২৪.৯২।

বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্তের শেষ দিন ছিল ২৮ সেপ্টেম্বর। সে দিনের হিসাব অনুসারে এশিয়ার পাঁচ দলের চারটিরই গড় বয়স ত্রিশের নিচে। ভারতসহ পাঁচটি দলের গড় বয়স ত্রিশের ওপর। বিশ্বকাপে বয়সের খেলায় আছে আরও চমকপ্রদ কিছু সংখ্যা।

৩৫ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড় সবচেয়ে বেশি বাংলাদেশ ও ইংল্যান্ডে। বাংলাদেশ দলে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ; ইংল্যান্ডে আছেন ডেভিড ম্যালান, মঈন আলী ও আদিল রশিদ।
বিশ্বকাপে কোন দলের গড় বয়স কত
গ্রাফিকস: প্রথম আলো
আরও পড়ুন
সাকিব যেখানে ‘বুড়ো’
বিশ্বকাপের ১০ অধিনায়কের মধ্যে সবচেয়ে বেশি বয়স সাকিব আল হাসানের। স্কোয়াড চূড়ান্তের শেষ দিনে বাংলাদেশ অধিনায়কের বয়স ছিল ৩৬ বছর ১৮৪ দিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বছর ১২৬ দিন বয়স ভারতের রোহিত শর্মার।
বিশ্বকাপে বেশি বয়সী পাঁচ খেলোয়াড়
গ্রাফিকস: প্রথম আলো
আরও পড়ুন

৩০ বা এর বেশি বয়সী খেলোয়াড় (শীর্ষ পাঁচ)

২৯.৩৪
বিশ্বকাপে যে ১৫০ জন ক্রিকেটার খেলতে নামছেন, তাঁদের গড় বয়স ২৯.৩৪ বছর। টুর্নামেন্টের গড় বয়সের চেয়ে কম গড় যে ৫ দলের, তার চারটিই এশিয়ার।
আরও পড়ুন
বিশ্বকাপে কম বয়সী পাঁচ খেলোয়াড়
গ্রাফিকস: প্রথম আলো

অনূর্ধ্ব–২৩ বয়সী খেলোয়াড় কোন দলে কত