যেমন কাটছে রশিদ–খাজা–শোয়েব মালিকদের ঈদ

ঈদের আনন্দে মেতে উঠেছেন খেলার তারকারা। পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধবের সঙ্গে উৎসবমুখর ঈদ উদ্‌যাপন করছেন উসমান খাজা-ইরফান পাঠান-আন্তোনিও রুদিগার-রশিদ খান-শোয়েব মালিকরা। নিজেদের ঈদ উদ্‌যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগিও করেছেন তাঁরা। খেলার তারকাদের ঈদ উদ্‌যাপনের ছবি নিয়ে এই আয়োজন।
১ / ৭
এই ছবি পোস্ট করে পল পগবা লিখেছেন, ‘আমার সব ভাইবোনকে ঈদ মোবারক’।
ইনস্টাগ্রাম
২ / ৭
ঈদ উদ্‌যাপনের অংশ হিসেবে বাবা ও ভাই ইউসুফ পাঠানের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান
ইনস্টাগ্রাম
৩ / ৭
পরিবারের সদস্যদের সঙ্গে ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান
ইনস্টাগ্রাম
৪ / ৭
‘ঈদ মোবারক’ লিখে ছবিটা পোস্ট করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান
ইনস্টাগ্রাম
৫ / ৭
সবাইকে ঈদ মোবারক জানিয়ে এই ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে যা দেওয়া হয়েছে, সবকিছুর জন্য কৃতজ্ঞ। আমরা সবচেয়ে সুন্দর দেশে থাকি। নিরাপদ ও সুরক্ষিত। প্রার্থনা করছি তাদের জন্য, যারা এতটা সৌভাগ্যবান নয়।’
ইনস্টাগ্রাম
৬ / ৭
সবাই যখন ঈদের নতুন জামাকাপড় পরে ছবি দিচ্ছেন, তখন একটু ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা জানালেন রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। ঈদের জামার পাশাপাশি এই ছবিও দিয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বব্যাপী আমার সব মুসলিম ভাইবোনকে ঈদ মোবারক।’
ইনস্টাগ্রাম
৭ / ৭
কোনো ক্যাপশন দেননি, তবে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানা জাভেদ যে ঈদ উপলক্ষে ছবিটা দিয়েছেন, তা বোধ হয় না বললেও চলে
ইনস্টাগ্রাম