পান্ডিয়া কি ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন

বাংলাদেশ ম্যাচে চোটে পড়েন হার্দিক পান্ডিয়াছবি: টুইটার

বাংলাদেশ–ভারত ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন হার্দিক পান্ডিয়া। সেই চোট ভারতীয় এই অলরাউন্ডারকে ছিটকে দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে। ছন্দে থাকা পান্ডিয়ার চোট নিয়ে অস্বস্তি থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তা কোনো সমস্যা তৈরি করেনি। পান্ডিয়াকে ছাড়াই ছন্দে থাকা কিউইদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত।

তবে লম্বা টুর্নামেন্টে পান্ডিয়ার মতো ছন্দে থাকা অলরাউন্ডারের অনুপস্থিতি মোটেই সুখবর নয়। এর মধ্যে অবশ্য ভারতীয় সমর্থকদের স্বস্তিদায়ক খবর দিয়েছে সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্ট। তারা জানিয়েছে, পান্ডিয়ার ফেরার ব্যাপারে বিসিসিআই তাদের ইতিবাচক তথ্যই দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই দলে ফেরার জন্য প্রস্তুত হবেন পান্ডিয়া।

আরও পড়ুন

পান্ডিয়া চোটে পড়েছিলেন ১৯ অক্টোবর বাংলাদেশের ম্যাচে। আর ভারত তাদের পরের ম্যাচ খেলবে ২৯ অক্টোবর লক্ষ্মৌতে। মাঝের এই সময়ে পান্ডিয়া পুরোপুরি সেরে উঠবেন জানিয়েছে সংবাদমাধ্যমটি। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চিকিৎসাধীন এই অলরাউন্ডার।

বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পান্ডিয়ার এই চোট স্রেফ পা মচকে যাওয়া এবং গুরুতর কিছু নয়। লক্ষ্মৌ ম্যাচের আগেই তাঁর ফিট হয়ে যাওয়া উচিত। আর এ কারণে তাঁর বিকল্প হিসেবে কারও নাম ঘোষণার কোনো পরিকল্পনা নেই তাদের।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হার্দিক পান্ডিয়া
ছবি: রয়টার্স

তবে পান্ডিয়া ফিরলে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশ কেমন হবে, তা নিয়েও আছে নানা জল্পনা। গত ম্যাচে সুযোগ পাওয়া মোহাম্মদ শামি পেয়েছেন ৫ উইকেট। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়ে দারুণ অবদান রেখেছেন শামি। তাই আপাতত তাঁর বাদ পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ব্যাটিংয়ে সুযোগ পাওয়া সূর্যকুমার যাদব ২ রান করে হয়েছেন রানআউট। সব মিলিয়ে পান্ডিয়া দলে ফিরলে হয়তো সূর্যকুমারকেই শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হতে পারে।