মেসি কি তাহলে কুমির পুষছেন

লিওনেল মেসির পাশ দিয়ে যাচ্ছে একটি কুমির। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সের্হিও রামোসের জার্সি বিনিময়। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে আজকের এই আয়োজন—
১ / ৬
পরিবার নিয়ে কাতারে ঘুরতে গেছেন তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা
ইনস্টাগ্রাম
২ / ৬
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন মার্সেলোর ছেলে এনজো আলভেজ। চুক্তিপত্রে সই করার মুহূর্তে ছেলের পাশেই ছিলেন মার্সেলো
এক্স
৩ / ৬
সুইজারল্যান্ডের নিওনে আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক পেদ্রো পিন্তো (ডানে), ড্র পরিচালনা করেন উয়েফার উপ-মহাসচিব জর্জিও মারকেত্তি
রয়টার্স
৪ / ৬
রানআউট হওয়া থেকে বাঁচতে এভাবেই ডাইভ দেন রায়ান রিকেলটন। তবে শেষরক্ষা হয়নি। রশিদ খানের সরাসরি থ্রোতে আউট হন তিনি। ফেরার আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন রিকেলটন। আজ করাচিতে দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে
রয়টার্স
৫ / ৬
একজন রিয়াল মাদ্রিদের অতীত, অন্যজন বর্তমান। তবে তিন মৌসুম রিয়ালের হয়ে একসঙ্গে খেলা ভিনিসিয়ুস জুনিয়র ও সের্হিও রামোসের বন্ধনটা আগের মতোই আছে। লম্বা সময় পর দেখা হওয়ার পর দুজন নিজেদের জাতীয় দলের জার্সি বিনিময় করেছেন। ভিনির চোখে রামোস চিরন্তন অধিনায়ক। রামোস ভিনিকে ভাই সম্বোধন করেছেন
ইনস্টাগ্রাম
৬ / ৬
একটি উদ্যানে কমলা হাতে বসে আছেন লিওনেল মেসি। এমন সময় তাঁর পাশ দিয়ে যাচ্ছে একটি কুমির। তা দেখে ভোঁ–দৌড় দেন গাছের পরিচর্যা করতে থাকা এক ব্যক্তি। কিন্তু মেসি চেয়ার ছেড়ে নড়েননি। অনেকেরই তাই প্রশ্ন—মেসি কি তাহলে কুমির পুষছেন? উত্তরটা হলো ‘না’। এটি আসলে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের নতুন বিজ্ঞাপনের শুটিংয়ের দৃশ্য
ইনস্টাগ্রাম