'নেইমারকে সময় দিতে হবে'
>পূর্ণ ফর্ম ফিরে পেতে বিশ্রাম দেওয়া যেতে পারে নেইমারকে—সাবেক ডেনিস গোলরক্ষক পিটার স্মেইকেলের মন্তব্য
কোনো সন্দেহ নেই ব্রাজিলের অন্যতম প্রধান অস্ত্রের নাম নেইমার। দলে ফিলিপে কুতিনহো, গ্যাব্রিয়েল জেসুস কিংবা ফিরমিনোদের মতো প্রতিভা থাকলেও নেইমারকেই প্রাণভোমরা মনে করা হয় ব্রাজিলীয় দলে। কিন্তু এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের তিনটি ম্যাচে নেইমার নিজেকে কতটা মেলে ধরতে পেরেছেন—এই প্রশ্ন কিন্তু উঠছেই। সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই নেইমারকে নিয়ে হতাশ ব্রাজিলীয় সমর্থকেরা।
ম্যানচেস্টার ইউনাইটেড ও ডেনমার্কের সাবেক গোলরক্ষক পিটার স্মেইকেলের মতে, চোট থেকে ফিরেই বিশ্বকাপে নেমে পড়াটা নেইমারের পারফরম্যান্সে ওপর প্রভাব পড়েছে। নিজেকে পুরোপুরি ফিরে পেতে নেইমারকে একটু সময় দেওয়া প্রয়োজন।
পূর্ণ ফর্মের নেইমারকে ফিরে পেতে নেইমারকে কিছুদিন বিশ্রাম দেওয়ার কথাও বলেছেন স্মেইকেল, ‘আমার মনে হয় নেইমারকে একটু বিশ্রাম দেওয়া উচিত। চোট থেকে ফিরে সে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। খুব সম্ভবত বিশ্বকাপের মতো আসরে খেলার ব্যাপারে সে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। নেইমারকে কিছুদিন ছুটি দেওয়াটা খুব খারাপ হবে না।’
ব্রাজিল-সতীর্থরাই নেইমারের ওপর চাপ তৈরি করছেন বলে ধারণা তাঁর, ‘নেইমারকে খুব নির্ভার হতে দেওয়া হচ্ছে না। অন্য খেলোয়াড়েরা বল পেলেই ওকে পাস দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ব্যাপারটা এমন যেন নেইমার বল পেলেই কিছু একটা করবে!’
ব্রাজিলের খেলা কি মন ভরাতে পেরেছে? ব্রাজিল জিতলেও অনেক ব্রাজিল-ভক্তই এ ব্যাপারে একমত নন। ডেনিস গোলরক্ষক এ মনোভাবের সমালোচনাই করেছেন, ‘এই ব্রাজিলকে যদি আপনি আগের ব্রাজিলের সঙ্গে তুলনা করেন, তবে ভুল করবেন। এই দলের কাছ থেকে আপনি যদি আগের ব্রাজিল দলের খেলার কৌশল-কারিশমা আশা করেন, তাহলে আপনার ব্রাজিলের খেলা না দেখাই ভালো। সেই দল এখন আর নেই। আর পুরোনো ব্রাজিল দলকে নতুন করে ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
‘হেক্সা’ মিশন বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এবার রাশিয়া গেছে ব্রাজিল। এ জন্য তারকা ও প্রতিভা খচিত ব্রাজিল দলের সবাই একসঙ্গে জ্বলে উঠতে পারেননি। নেইমার পিছিয়ে পড়ছেন অন্যদের তুলনায়। সেই হিসেবে ফিলিপে কুতিনহো নিজেকে নেইমারের কাছ থেকে আলাদাই করে ফেলেছেন। তিনটি ম্যাচে দুই গোল করেছেন, দলে রেখেছেন বড় ভূমিকা। তবে নেইমারকে ব্রাজিলের গুরুত্বপূর্ণ সম্পদ মনে করেই তাঁকে উজ্জীবিত করে তোলার পক্ষে স্মেইকেল, ‘ও বরং কিছুদিন বাইরেই থাকুক। ওর এ মুহূর্তে নির্ভার বিশ্রামই বেশি দরকার। এটাই ওকে ব্রাজিলের বড় সম্পদ হয়ে উঠতে সাহায্য করবে।’