সুর পাল্টে ভোটের মাঠে বাদল রায়
আবারও ফুটবল ফেডারেশনের নির্বাচনী লড়াইয়ে ফিরে এসেছেন বাদল রায়। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এরই মধ্যে নির্বাচনের প্রচারণা চালাতে শুরু করেছেন বাফুফের বর্তমান সহসভাপতি। সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলামের সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবেই নিজেকে দাবি করেছেন বাদল রায়। ফেসবুক পেজে বাদল রায় ভোটারদের কাছে আবেদন জানিয়ে লিখেছেন , ‘নতুন নেতৃত্বের সমন্বয় পরিষদকে ভোট দিন।’ যদিও সমন্বয় পরিষদ জানিয়েছে তারা এ ব্যাপারে কিছু জানে না।
ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাদল রায়। গত ১২ সেপ্টেম্বর স্ত্রী মাধুরী রায়কে দিয়ে নির্বাচন কমিশনার বরাবর প্রত্যাহারপত্র পাঠিয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বাদল রায়ের প্রত্যাহারপত্র আসে নির্বাচন কমিশনারের হাতে। নিয়ম অনুসারে তাই ব্যালট পেপারে নাম থাকবে বাদল রায়ের। আর ভোটে জিতে গেলে তিনি হবেন বৈধ সভাপতি।
এবার যদি সালাউদ্দিন পরিষদ জিতে যায় তাহলে ঈদের সময় বিবাহিত-অবিবাহিতদের যে ফুটবল ম্যাচ হয় সেটাও আর হবে না।
বাদল রায় নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে দেখিয়েছিলেন অসুস্থতাকে। তবে তাঁর সমর্থকদের কারও কারও কথা ছিল চাপের মুখে সভাপতি পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাদল রায়। অথচ আজ প্রথম আলোকে বাদল রায় বলেন, নির্বাচনের মাঠে জোরেশোরেই নেমেছেন, ‘নির্বাচন করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এর আগে বলেছিলাম আমার শরীর খারাপ, নির্বাচন করব না। কিন্তু তারপরও আমার একটা দায়িত্ব থেকেই যায়। এখন আমি সুস্থ। তাই নির্বাচনে নেমেছি।’
এরই মধ্যে সব ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। নির্বাচিত হলে সভাপতির দায়িত্ব নিতেও প্রস্তুত, ‘যে সব ভোটার আমাকে ভোট দেবে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভোটারদের রায় আমি মেনে নেব। জিতে গেলে আমি অবশ্যই ওই চেয়ারে বসব। আমি চাই একটা নীরব বিপ্লব ঘটুক এই নির্বাচনে।’
জয়ের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী বাদল রায়, ‘এটা সত্যি আমি হইচই করে ভোট চাইছি না। কিন্তু প্রত্যেক কাউন্সিলরের হৃদয়ের মধ্যে ঢুকে গেছি। প্রতিটি জেলার তৃণমূল পর্যায়ে সবার সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি তো এক দিন কাজ করিনি। দীর্ঘদিন ফুটবলে কাজ করছি। ওদের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আমি আশা করি সবাই পরিবর্তনের পক্ষে রায় দেবে। আমি সব ভোটারের কাছে অনুরোধ করছি, ফুটবলে একবার পরিবর্তন এনে দেখুন। এবার যদি সালাউদ্দিন পরিষদ জিতে যায় তাহলে ঈদের সময় বিবাহিত-অবিবাহিতদের যে ফুটবল ম্যাচ হয় সেটাও আর হবে না।’
নির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। বাদল রায়ের প্রসঙ্গে আজও সেই পুরোনো কথাই বলেছেন তিনি, ‘উনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তাঁর স্ত্রী আমাদের কাছে লিখিত আবেদনও করেছে। এরপর তিনি এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছেন। এই বার্তাটা উনি দিয়েছেন ভোটারদের কাছে। কিন্তু তিনি আইনগত দিক থেকে এখনো প্রার্থী এবং বৈধ প্রার্থীই। সুতরাং উনি ভোটে জিতলে একজন প্রার্থীর যা হয় ওনারও তাই হবে।’