‘সালাহর উচিত রিয়াল মাদ্রিদকে ঘৃণা করা’

লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহছবি: টুইটার

তেমন কিছু নয়, একটি কথাই শুধু বলেছেন মোহামেদ সালাহ। দলবদল নিয়ে কোনো খেলোয়াড়কে প্রশ্ন করলে সবাই যেমনটা বলেন, তিনিও তাই বলেছেন। আর সেটা নিয়েই চারদিকে নানা ধরনের কথা শুরু হয়ে গেছে। চলছে নানা গুঞ্জন।

স্পেনের কোনো দল, বিশেষ করে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় নাম লেখানোর কথা কি ভাবছেন? এমন একটি প্রশ্নের উত্তরে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড বলেছেন, দলবদলে যেকোনো কিছুই ঘটতে পারে। রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো দলে খেলার ইচ্ছা তাঁর আছে।

স্পেনের ক্রীড়া দৈনিক এএসকে সালাহ বলেছেন, ‘মাদ্রিদ আর বার্সেলোনা শীর্ষ দুটি ক্লাব। কে জানে ভবিষ্যতে কী ঘটবে!’ সালাহ এটা বলার পরই আবার যোগ করেছেন, ‘এই মুহূর্তে অবশ্য আমি লিভারপুলের হয়ে আবার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের দিকেই মনোযোগ দিচ্ছি।’

পরে কী বলেছেন, সেটা আর কে মনে রাখে! সালাহর প্রথম বলা কথাটুকু নিয়েই ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। লিভারপুলের সাবেক স্ট্রাইকার আলড্রিজ সালাহর বলা কথাটিকে খুব একটা ভালোভাবে নিতে পারেননি।

তাঁর মতে, রিয়ালে নাম লেখানোর কথা তো সালাহর ভাবাই উচিত নয়, তাঁর উচিত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে ঘৃণা করা। ২০১৮ সালে রিয়ালের কাছে হেরেই যে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল সালাহর।

লিভারপুল ইকো পত্রিকায় আলড্রিজ সালাহর দলবদল নিয়ে বলেছেন, ‘সালাহর মতো বিশ্বমানের একজন খেলোয়াড়ের বিষয়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা এমন সব বড় ক্লাবে যাওয়া নিয়ে গুঞ্জন থাকবেই। এমন কথা হবে হ্যারি কেইনকে নিয়েও। এটাই নিয়ম।’

লিভারপুলের আরেক ফরোয়ার্ড সাদিও মানেকে নিয়েও গুঞ্জন কম হয় না। আলড্রিজ সেটা নিয়েও কথা বলেছেন, ‘সাদিও মানেকে নিয়েও অনেক কথা হয়। আমরা আসলে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডদের নিয়ে কথা বলছি। মানে বা সালাহ—এদের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠতেই পারে।’

বিশ্বমানের খেলোয়াড়দের নিয়ে বড় ক্লাবের সঙ্গে জড়িয়ে গুঞ্জন যেমন উঠতে পারে, তাঁরাও বিশ্বের যেকোনো বড় ক্লাবে যেতে পারেন। কিন্তু আলড্রিজ কেন সালাহকে বলছেন রিয়াল মাদ্রিদকে তাঁর ঘৃণা করা উচিত?

বিষয়টি শোনা যাক আলড্রিজের কণ্ঠেই, ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তার (সালাহ) যে অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে রামোস তার সঙ্গে যা করেছে; এমন ঘটনা আমার সঙ্গে হলে রিয়ালের প্রতি আমার একটা ঘৃণা থাকত।’

সালাহর লিভারপুল ছাড়ার বিষয়ে গুঞ্জন অনেক দিন থেকেই চলছে। অনেকেই মনে করছেন, ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড।

এমন সময়ে লিভারপুলের কী করা উচিত বলে মনে করেন আলড্রিজ? অল রেডদের সাবেক স্ট্রাইকারের কথা, ‘বিষয়টা আসলে (কোচ) ইয়ুর্গেন ক্লপের ওপর নির্ভর করে। তিনি কী চান, সেটাই মুখ্য।’

ভবিষ্যতে কী হবে তা পরেই জানা যাবে। তবে এই মুহূর্তে লিভারপুলের ফরোয়ার্ড নিয়ে খুব খুশি আলড্রিজ, ‘এতে কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে বিশ্বের সেরা তিন ফরোয়ার্ড লিভারপুলে খেলছে। টটেনহামের তিন ফরোয়ার্ডও ভালো। ভালো ফরোয়ার্ড আছে আরও অনেক ক্লাবেই। তবে সালাহ, মানে বা ফিরমোনোর বিকল্প হয় না।’