২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রোনালদোদের ছেড়েই রাংনিক বুঝিয়ে দিলেন কী হারিয়েছে ইউনাইটেড

ইউনাইটেড ছেড়ে অস্ট্রিয়ার কোচ হিসেবে অভিষেকেই দারুণ জয় পেলেন রাংনিকছবি: রয়টার্স

কোচিংয়ে তিনি অনেকটা মার্সেলো বিয়েলসার মতো। নিজে তেমন সাফল্য পাননি, তবে অসাধারণ অনেক কোচের গুরু তিনি। বিয়েলসাকে যেমন পেপ গার্দিওলা, মরিসিও পচেত্তিনোদের মতো কোচরা ‘গুরু’ মানেন, রালফ রাংনিকেরও তেমনি ‘ছাত্রে’র অভাব নেই। ইয়ুর্গেন ক্লপ, ইউলিয়ান নাগলসমান, টমাস টুখেলদের চোখে রাংনিকই ‘জেজেনপ্রেসিং’কে আবার ফুটবলে প্রাসঙ্গিক করে তোলার মূল কারণ।

সেই রাংনিককে ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাঁর অধীন মাস ছয়েক ইউনাইটেড ভালো কিছু করতে পারেনি, কিন্তু সেটির দায় রাংনিকের নিজের কতটা, আর ইউনাইটেডের বোর্ড কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, পল পগবাদের মতো তারকাখচিত ড্রেসিংরুমের কতটা, তা নিয়ে অনেক প্রশ্ন আছে।

ইউনাইটেড ছেড়ে এখন অস্ট্রিয়া জাতীয় দলের কোচ রাংনিক। রোনালদোদের ছেড়ে যাওয়ার পর প্রথম পরীক্ষাতেই যেন ইউনাইটেডকে বুঝিয়ে দিলেন, তিনি কী বস্তু! ডাগআউটে তাঁর অভিষেকেই কাল উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে লুকা মদরিচের ক্রোয়েশিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া!

আরও পড়ুন

ক্রোয়েশিয়ার হয়ে মদরিচ শুরু থেকে খেলেননি, নেমেছেন ৫৮ মিনিটে। ততক্ষণেই অবশ্য তিন গোল খেয়ে বসেছে ক্রোয়েশিয়া। বিরতির আগে মার্কো আর্নাউতোভিচের গোলে অস্ট্রিয়ার এগিয়ে যাওয়া, বিরতি থেকে ফিরে ৫৩ থেকে ৫৭-চার মিনিটের মধ্যে গ্রেগোরিশ আর সাবিৎসারের গোল।

গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরে গেছে ফ্রান্স, এ সুযোগে বড় জয়ে গ্রুপ শীর্ষে থেকেই নেশনস লিগ শুরু করেছে রাংনিকের দল।

দিনের অন্য বড় ম্যাচে সোনালি প্রজন্মের শেষ দিকে চলে আসা বেলজিয়ামকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ব্রাসেলসে বিরতির আগে-পরে ২২ মিনিটের ঝড়ে চার গোল করেছে ডাচরা, মেম্ফিস ডিপাইয়ের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল স্টিভেন বের্গভেইন ও ডেনজেল ডুমফ্রিসের। যোগ করা সময়ে বেলজিয়ামের গোলটি মিচি বাৎশুয়াইর।

আরও পড়ুন
মদরিচ নামার আগেই ক্রোয়েশিয়া তিন গোল খেয়েছে
ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসের জন্য জয়টা ঐতিহাসিকই বটে। প্রতিবেশী বেলজিয়ামের সঙ্গে ‘ডার্বি’তে যে ২৫ বছর জেতেনি ডাচরা! সেই ১৯৯৭ সালে সবশেষ জয়, এরপর কেটে গেছে আটটি ডার্বি, ডাচদের জয় পাওয়া হয়নি। সেটির পথে কাল লুই ফন গালের পাল্টা আক্রমণের কৌশলে দ্বিতীয়ার্ধে বলতে গেলে বেলজিয়ান রক্ষণকে ছিড়েখুঁড়ে ফেলে নেদারল্যান্ডস।

ডি ব্রুইনা, হ্যাজার্ড, লুকাকুকে নিয়ে নেমেছিল বেলজিয়াম, যদিও চোটের কারণে ২৭ মিনিটেই মাঠ ছাড়েন লুকাকু। হ্যাজার্ডকেও বিরতির পর আর নামাননি বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ। বের্গভেইনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া নেদারল্যান্ডসের হয়ে ৫১ থেকে ৬৫-এই ১৬ মিনিটে তিন গোল করেছে নেদারল্যান্ডস। মেম্ফিসের দুই গোলের মাঝে গোল করেছেন ডুমফ্রিস।

আরও পড়ুন
নেদারল্যান্ডসের বড় জয়ে জোড়া গোল মেম্ফিসের
ছবি: রয়টার্স

বেলজিয়ামের একটা গর্বও খর্ব হলো এই হারে। নিজেদের মাঠে ছয় বছর অপরাজিত ছিল বেলজিয়াম, সে যাত্রাও থেমে গেল কাল। ২০১৬ সালের সেপ্টেম্বরে স্পেনের বিপক্ষে সবশেষ হারটি ছিল বেলজিয়ামের কোচ হিসেবে মার্তিনেজের অভিষেক ম্যাচ।

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানো গোলকিপার থিবো কোর্তোয়া খেলেননি, তাঁর বদলে গোলপোস্টে ছিলেন সিমন মিনিওলে।

এতগুলো গোল খাওয়ার পর ম্যাচ শেষে তাঁর সোজাসাপটা কথা, ‘ক্লান্তিকর একটা মৌসুমের পর যে এই আন্তর্জাতিক ম্যাচগুলো আসছে, এটা কোনো অজুহাত হতে পারে না। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের ক্ষেত্রে তো আরও নয়! আমাদের এ থেকে শিক্ষা নিতেই হবে। এ রকম একটা হারকে এমনি এমনি ভুলে যাওয়া যায় না।’

আরও পড়ুন
আরও পড়ুন