‘রুটিওয়ালা’দের মতো খেলছেন মেসি-গ্রিজমান
সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির অবস্থা কি নেইমারের মতো?
পিএসজি তারকা মাঠে নামলেও খবর, না নামলেও খবর। কোনো না কোনো কারণে আলোচনায় থাকবেন-ই। গত মৌসুমের পর থেকে মেসির অবস্থাও কি তেমন নয়? মাঠের পারফরম্যান্স তো আছেই, মাঠের বাইরের ঘটনা নিয়েও শিরোনাম হচ্ছেন বার্সেলোনা তারকা।
তাঁর বার্সা ছাড়া নিয়ে ধারাবাহিক নাটক শেষে এখন চলছে গ্রিজমান-পর্ব। ফরাসি ফরোয়ার্ড বার্সায় আসার পর থেকে কথাটা উঠছে, মেসির সঙ্গে আঁতোয়ান গ্রিজমানের সম্পর্ক ভালো না। মেসিই নাকি গ্রিজমানকে বার্সায় থিতু হতে দিচ্ছেন না!
গ্রিজমান গত বছর বার্সায় যোগ দেওয়ার পর থেকে এখনো একাদশে নিয়মিত হতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে করেছেন ১৮ গোল। এর মধ্যে এই মৌসুমে ১১ ম্যাচে গোলসংখ্যা ৩, যার মধ্যে ২টি গোল লিগে (৮ ম্যাচ)।
বোঝাই যাচ্ছে, এ মৌসুমেও ভালো শুরুর দেখা পাননি বিশ্বকাপজয়ী তারকা। ওদিকে মেসির অবস্থাও যে খুব ভালো, তা নয়।
এ মৌসুমে ১১ ম্যাচে করেছেন ৬ গোল, তার মধ্যে লা লিগায় ৮ ম্যাচে গোলসংখ্যা ৩। স্বাভাবিকভাবেই মেসির মতো খেলোয়াড়ের নামের পাশে সংখ্যাগুলো তেমন মানানসই না। কিন্তু কেন এমন হচ্ছে? তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ডাচ ফুটবলের সোনালি সন্তান মার্কো ফন বাস্তেন।
চ্যাম্পিয়নস লিগে কাল রাতে বার্সার সর্বশেষ ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন মেসি। দিনামো কিয়েভের বিপক্ষে তিনি খেলেননি।
শেষ মুহূর্তে এ নিয়ে মেসি ও গ্রিজমানের তুমুল সমালোচনা করেন বাস্তেন। দুই খেলোয়াড় মাঠে যে মানের খেলা উপহার দিচ্ছেন, তা পছন্দ হচ্ছে না নেদারল্যান্ডসকে ১৯৮৮ ইউরো জেতানো ও তিনবার ব্যালন ডি’অর জয়ী বাস্তেনের।
টিভি চ্যানেল ‘জিগ্গো স্পোর্টস’কে ৫৬ বছর বয়সী সাবেক এ স্ট্রাইকার বলেন, ‘সে (মেসি) স্রেফ খারাপ খেলছে। সে এবং গ্রিজমান একদল রুটিওয়ালার মতো খেলছে, যাদের ঠিক জানা নেই তারা আসলে কী করতে চাচ্ছে। উদ্দেশ্যহীন ফুটবল খেলছে তারা।’
বাস্তেন মনে করেন যে মেসিকে সবাই মৌসুমের পর মৌসুম দেখে আসছেন, তাঁর সঙ্গে এই মেসির মিল খুব সামান্যই।
বার্সায় শেষ কয়েক মাসের উত্তপ্ত পরিবেশ-পরিস্থিতি মেসির ওপর প্রভাব রাখছে বলে মনে করেন আয়াক্স, মিলান মাতানো বাস্তেন, ‘বার্সা এবং আশপাশের পরিস্থিতি নিয়ে মেসি সুখী নয়। এ ছাড়াও গ্রিজমানকে নিয়েও যে সমস্যা চলছে, সেটাও প্রভাব রাখছে। কোনো সন্দেহ নেই, সে (গ্রিজমানকে) যে সাহায্য করছে না, তা জানাজানি হওয়াটাও প্রভাব ফেলবে।’
বাস্তেন তাঁর বক্তব্যে ডাচ ভাষায় ‘এক দল রুটিওয়ালা’-এর কথা বলেছেন। ইউরোপের সংবাদমাধ্যমগুলোর মতে, বাস্তেন বোঝাতে চেয়েছেন, যারা নিজেদের কাজটা কোনো লক্ষ্য কিংবা উদ্দেশ্য ছাড়া মন্থর গতিতে করে থাকে।
মেসিকে নিয়ে ডাচ কিংবদন্তি সরাসরিই বলেছেন, ‘তাকে যেভাবে দেখে এসেছি, তাতে এখন চেনা কঠিন।’