রিয়াল মাদ্রিদের অনুরোধে ব্রাজিলের ‘না’

রিয়ালের পাঁচ ব্রাজিলিয়ান, এঁদের মধ্যে শুধু মার্সেলোই (বাঁয়ে) ব্রাজিল দলে ডাক পাননিছবি: রিয়াল মাদ্রিদের টুইটার

আফ্রিকান নেশনস কাপের জন্য সেই মহাদেশের খেলোয়াড়দের ছাড়তে হয়েছে ইউরোপের ক্লাবগুলোকে। এর মধ্যে এখন এসে পড়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আগামীকাল শুরু হতে যাচ্ছে এবারের দুই রাউন্ডের ম্যাচ। ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলগুলোর খেলোয়াড়দের সে কারণে ছাড়তে হয়েছে ইউরোপের ক্লাবগুলোকে।

এর মধ্যেও ব্রাজিলের কাছে একটা অনুরোধ জানিয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ বাছাইপর্বে এ দফায় ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে এরই মধ্যে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা ব্রাজিল। সে কারণেই রিয়ালের অনুরোধ ছিল, তাদের চার ব্রাজিলিয়ান ফুটবলারকে একটু আগেভাগে ছেড়ে দিতে।

কিন্তু রিয়ালের প্রস্তাবে ‘না’ বলে দিয়েছে ব্রাজিল দল। রিয়ালের অনুরোধ রাখলে অন্য ক্লাবগুলোও একই অনুরোধ নিয়ে হাজির হবে—এ যুক্তিতেই ব্রাজিল রিয়ালের অনুরোধ উপেক্ষা করেছে।

বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় ইকুয়েডরের মাটিতে নামবে ব্রাজিল। তিতের দল এরপর নামবে ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে।

বাছাইপর্বে ১৩ ম্যাচ শেষে এখনো অপরাজিত ব্রাজিল ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। তাদের তো বিশ্বকাপ নিশ্চিত হয়েই গেছে, ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা আর্জেন্টিনারও বিশ্বকাপে যাওয়া নিশ্চিত। সে হিসাবে এই দুই ম্যাচে দলের সমন্বয় আরও বাড়ানো, আরও কয়েক খেলোয়াড়কে দেখে নেওয়া আর কৌশল নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষার বাইরে ব্রাজিলকে পাওয়া না পাওয়ার সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না। অথচ উল্টো দিকে রিয়াল মাদ্রিদ পড়েছে চাপে।

বিশ্বকাপ বাছাইপর্ব ফিফার আয়োজিত ম্যাচ বলে সেটির জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। দলের চার ব্রাজিলিয়ান—কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র, এদের মিলিতাও ও রদ্রিগোকে তাই ছেড়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলে এই চার খেলোয়াড় মাদ্রিদে ফিরতে ফিরতে ২ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে।

অথচ ৩ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৪ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে) কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে নামতে হবে রিয়ালকে। ফিফার বাধ্যতামূলক বিশ্রামের নিয়ম অনুযায়ী, ২ ফেব্রুয়ারি ব্রাজিলের হয়ে যাঁরা খেলবেন, তাঁরা ৩ ফেব্রুয়ারি কোনো ম্যাচে নামতে পারবেন না।

সব হিসাব করেই তাই রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ব্রাজিলের কাছে অনুরোধ করা হয়েছিল, তাদের চার ব্রাজিলিয়ানকে যাতে জাতীয় দলে দ্বিতীয় ম্যাচে না খেলিয়ে আগেভাগে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ব্রাজিল সে প্রস্তাবে রাজি হয়নি। ব্রাজিল জাতীয় দলের সমন্বয়ক ও সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুনিনিও পলিস্তা আজ স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের অনুষ্ঠান ‘এল লারগেরো’তে সেটির কারণও ব্যাখ্যা করেছেন।

ভিনিসিয়ুস ও মিলিতাও
ছবি: রিয়াল মাদ্রিদের টুইটার

‘আমরা খেলোয়াড়দের আগেভাগে ছেড়ে দেব না। ফিফার সূচির শেষ পর্যন্ত খেলোয়াড়দের আমাদের সঙ্গে থাকতে হবে’—সাফ জানিয়ে দিয়েছেন জুনিনিও। রিয়ালের সঙ্গে কী কথা হয়েছে, সেটিও জানিয়েছেন, ‘আলোচনা হয়েছিল এ নিয়ে যে ওই খেলোয়াড়দের প্রথম ম্যাচে খেলিয়ে দ্বিতীয় ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া যায় কি না। কিন্তু এই খেলোয়াড়েরা সূচির শেষ পর্যন্তই আমাদের সঙ্গে থাকবে। আমরা তাদের ছাড়তে পারব না।’

ছাড়লে অন্য দলগুলোও এ রকম আবদার নিয়ে আসার সুযোগ পাবে—এটিকে রিয়ালের চার ব্রাজিলিয়ানকে না ছাড়ার একটি ব্যাখ্যা হিসেবে দেখাচ্ছেন জুনিনিও, ‘আমরা এমন একটা উদাহরণ তো তৈরি করে দিতে পারি না। অন্য ক্লাবও তো এমন অনুরোধ জানিয়েছে।’

এ বছরের নভেম্বরেই কাতারে আয়োজিত হবে বিশ্বকাপ। আর খেলোয়াড়দের এমনিতেই অল্প কয়েক দিনের জন্য এক জায়গায় পাওয়া জাতীয় দলগুলো বিশ্বকাপের বছরে খেলোয়াড়দের একসঙ্গে পাওয়ার কোনো সুযোগই ছাড়তে চাইবে না। ব্রাজিলও চাইছে না।

ব্রাজিলের রক্ষণাত্নক মিডফিল্ডার কাসেমিরো
ছবি: টুইটার

জুনিনিও বললেন, ‘খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য আমরা অল্প কিছু দিনই পাই। এ বছরে বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেটির সুবিধা নিতেই হবে আমাদের।’

জানুয়ারি মাসে সাধারণত ফিফা সূচি না থাকলেও করোনার কারণে এবার অনেক ম্যাচ বাতিল হওয়ায় বাধ্য হয়ে এমন সূচি করতে হয়েছে। ক্লাবের সঙ্গে জাতীয় দলের টানাটানির পেছনে সেটিকে কারণ হিসেবে দেখিয়ে জুনিনিও জানিয়ে দিলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে, ‘ক্লাবগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আন্তরিকভাবেই কথা বলেছি আমরা। (রিয়াল কোচ) আনচেলত্তিকে পরিস্থিতিটা বুঝিয়ে বলেছেন (ব্রাজিল কোচ) তিতে। যত দূর জানি, তিতে খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছেন, তাদের জন্যও পরিস্থিতিটা পরিষ্কার করে দিয়েছেন।’