রদ্রিগো-ভিনিসিয়ুসের পথ ধরে রিয়ালে আরেক ব্রাজিলিয়ান?
পালমেইরাসের মূল দলে এখনও সুযোগ পাওয়া তো দূর, পেশাদার চুক্তিই করেননি ১৫ বছর বয়সী ফরোয়ার্ড এনদ্রিক।
কিন্তু পালমেইরাসের সঙ্গে চুক্তি করেই বা কী হবে, যদি রিয়াল মাদ্রিদের মতো দল তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে? সেটাই হয়েছে। প্রতিভাবান এই ফরোয়ার্ড কেমন খেলেন, সেটা সামনাসামনি দেখার জন্য রিয়াল মাদ্রিদ ব্রাজিলে দুজন স্কাউট পাঠিয়েছে। খেলা দেখিয়ে তাঁদের মন ভরাতে পারলে সান্তিয়াগো বার্নাব্যুর টিকিট পেয়ে যাবেন এনদ্রিক।
এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?
এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—
চেলসি
রিস জেমসের চোটের কারণে একজন বাড়তি রাইটব্যাক দলে আনতে চাইছে চেলসি। নিজেদেরই ধারে থাকা ফুলব্যাক ডুজন স্টার্লিংকে ব্ল্যাকপুল থেকে ফেরাতে পারে তারা
আর্সেনাল
আর্সেনাল থেকে স্প্যানিশ ডিফেন্ডার পাবলো মারি ধারে যোগ দিতে পারেন উদিনেসে
টটেনহাম হটস্পার
রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী জুনেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচের। আরও এক বছরের জন্য মদরিচের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় রিয়াল, এমনটা শোনা গেলেও সে ব্যাপারে এখনও তেমন কোনো অগ্রগতি হয়নি। যে সুবিধাটা নিতে চাইছে মদরিচের সাবেক ক্লাব টটেনহাম হটস্পার। মদরিচকে আবারও দলে ফেরানোর ইচ্ছে আছে তাদের। একজন মিডফিল্ডার ছাড়াও এই মাসে একজন রাইটব্যাক ও একজন ফরোয়ার্ড কিনতে চান টটেনহামের ম্যানেজার আন্তোনিও কন্তে
নিউক্যাসল ইউনাইটেড
লিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডাচ সেন্টারব্যাক সভেন বটম্যানকে নিউক্যাসলের কাছে বিক্রি করার কোনো ইচ্ছে নেই তাঁদের। তাই মোনাকোর বেনোয়া বাদিয়াশিলে ও এভারটনের মেসন হোলগেটের দিকে নজর দিয়েছে নব্য ধনী ক্লাবটা। এদিকে দুই কোটি পাউন্ডের বিনিময়ে বার্নলি থেকে কিউই স্ট্রাইকার ক্রিস উডকে দলে আনছে নিউক্যাসল ইউনাইটেড। পিএসজি থেকে নিজেদের সাবেক মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডমকে আনার ব্যাপারেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে তাঁরা
জুভেন্টাস
অলিম্পিক লিওঁর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের ব্যাপারে আর্সেনালের পাশাপাশি আগ্রহী হয়েছে জুভেন্টাসও। কিন্তু লিওঁ সাফ জানিয়ে দিয়েছে, গিমারেসের জন্য পাঁচ কোটি ইউরোর এক পয়সাও কম নিতে রাজি না তারা
এএস রোমা
টটেনহামের ফরাসি মিডফিল্ডার তাঙ্গি এনদোম্বেলেকে দলে আনার জন্য সরাসরি যোগাযোগ করেছেন রোমার ম্যানেজার জোসে মরিনিও। মিডফিল্ডার গঞ্জালো ভিলার আর স্ট্রাইকার বোর্হা মায়োরাল ধারে যোগ দিচ্ছেন হেতাফে তে। আগামীকালের মধ্যে পর্তুগিজ মিডফিল্ডার সের্হিও অলিভিয়েরাকে দলে আনছে রোমা
বরুসিয়া ডর্টমুন্ড
আর্লিং হরলান্ড কি ক্লাব ছাড়তে চান কি না, ছাড়লেও সেটা কি এই জানুয়ারিতে না সামনের গ্রীষ্মে, সবকিছু নিয়ে আলোচনা করার জন্য হরলান্ডের সঙ্গে বৈঠক করতে চায় বরুসিয়া ডর্টমুন্ড। বলা হচ্ছে, হরলান্ডকে দলে রাখার জন্য প্রতি সপ্তাহে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড বেতন দিতেও রাজি ডর্টমুন্ড
অন্যান্য
আগামী গ্রীষ্মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তুরিনোর ইতালিয়ান স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোত্তির। ইতালি জাতীয় দলের এই স্ট্রাইকারের প্রতি আগ্রহ দেখিয়েছে টরন্টো এফসি ও আল হিলালের মতো ক্লাবগুলো। এর মধ্যে বেলোত্তিকে বছরপ্রতি ৭৫ লাখ ইউরো বেতনের চুক্তি প্রস্তাব করেছে আল হিলাল, চার বছরের জন্য। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বেলোত্তি। অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল গাজির প্রতি আগ্রহ দেখিয়েছে এভারটন। আয়াক্স থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার দাভিদ নেরেস যোগ দিচ্ছেন ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে
সর্বশেষ সম্পাদিত দলবদল
মারভিন ফ্রিয়েডরিখ (উনিয়ন বার্লিন থেকে বরুসিয়া মনশেনগ্লাডবাখ, ৫০ লাখ পাউন্ড)
সম্পাদিত উল্লেখযোগ্য দলবদল
ফিলিপ কুতিনিও : আক্রমণাত্মক মিডফিল্ডার, ব্রাজিল (বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলা, ধার)
ক্রিস্তফ পিওন্তেক : স্ট্রাইকার, পোল্যান্ড (হার্থা বার্লিন থেকে ফিওরেন্তিনা, ধার)
ভিতালি মাইকোলেঙ্কো : লেফটব্যাক, ইউক্রেন (দিনামো কিয়েভ থেকে এভারটন, ১ কোটি ৭৭ লাখ পাউন্ড)
ভ্যান্ডারসন : রাইটব্যাক, ব্রাজিল (গ্রেমিও থেকে মোনাকো, ৯৩ লাখ পাউন্ড)
ফেরান তোরেস : উইঙ্গার, স্পেন (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড)
জোনাথন ইকোনে : উইঙ্গার, ফ্রান্স (লিল থেকে ফিওরেন্তিনা, এক কোটি ৩০ লাখ পাউন্ড)
আন্দ্রেয়া কন্তি : রাইটব্যাক, ইতালি (এসি মিলান থেকে সাম্পদোরিয়া, অপ্রকাশিত ফি)
এইনসলি মেইটল্যান্ড-নাইলস : মিডফিল্ডার, ইংল্যান্ড (আর্সেনাল থেকে এএস রোমা)
রাফিনিয়া আলকানতারা : মিডফিল্ডার, ব্রাজিল (পিএসজি থেকে রিয়াল সোসিয়েদাদ, ধার)
রিকার্দো পেপি : ফরোয়ার্ড, যুক্তরাষ্ট্র (এফসি ডালাস থেকে এফসি অগসবুর্গ, ১ কোটি ৪৮ লাখ পাউন্ড)
মিকায়েল কুসাঞ্চ : সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স (বায়ার্ন মিউনিখ থেকে ভেনেজিয়া, ৩৪ লাখ পাউন্ড)
ন্যাথান প্যাটারসন : রাইটব্যাক, স্কটল্যান্ড (রেঞ্জার্স থেকে এভারটন, ১ কোটি ২০ লাখ পাউন্ড)
সামির : সেন্টারব্যাক, ব্রাজিল (উদিনেসে থেকে ওয়াটফোর্ড, অপ্রকাশিত ফি)