২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...’

দেড় দশকের রিয়াল মাদ্রিদ-অধ্যায় শেষ করে গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় বলে দিয়েছেন মার্সেলো। রিয়ালের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান। এত বছরের জমানো আবেগ–অনুভূতিগুলো যেন বেদনার সুরে বার্নাব্যুর প্রতিটি কোনায় ধ্বনিত হচ্ছিল।

১৯ বছর বয়সে ২০০৭ সালে যখন ফ্লুমিনেন্স থেকে রিয়ালে পাড়ি জমিয়েছিলেন মার্সেলো, কে ভেবেছিলেন, এই ছেলে সাদা জার্সিতে এত সফল হবেন? দেড় দশকে লস ব্লাঙ্কোদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন (২৪টি)। ছয়টি লিগ শিরোপা ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জ্বলজ্বল করছে নামের পাশে। শুরুর দিকের কয়েকটা মৌসুম বাদ দিলে প্রায় প্রতিটি মৌসুমেই রিয়াল একাদশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এমন এক খেলোয়াড়ের বিদায়ে সান্তিয়াগো বার্নাব্যুর পরিবেশ ভারী হয়ে উঠবে না, তা কি হয়?

১ / ৮
সের্হিও রামোস যাওয়ার পর রিয়াল মাদ্রিদের অধিনায়কের দায়িত্ব পেলেও এক থেকে দেড় মৌসুম ধরে একাদশে অনিয়মিত মার্সেলো। তাঁর জায়গায় এখন লেফটব্যাক হিসেবে সুযোগ পান ফারলাঁ মেন্দি। গত রাতেও সেটাই হয়েছিল, মার্সেলো ছিলেন বেঞ্চে। মাঠে রিয়ালকে নেতৃত্ব দিচ্ছিলেন করিম বেনজেমা। ৭০ মিনিটে মেন্দির জায়গায় নামানো হয় মার্সেলোকে। তখনই অধিনায়কত্বের আর্মব্যান্ডটা মার্সেলোর হাতে পরিয়ে দেন বেনজেমা
ছবি: রয়টার্স
২ / ৮
লেফটব্যাক হলেও বল পায়ে অবিশ্বাস্য দক্ষতা মার্সেলোকে অনন্য করে রেখেছিল। মার্সেলোর পায়ে বল—গত রাতেই আনুষ্ঠানিকভাবে সেটি শেষবারের মতো দেখেছে বার্নাব্যু
ছবি: মার্সেলোর টুইটার
৩ / ৮
মার্সেলো নিজেই পোস্ট করেছেন সাদাকালো এই ছবিটি। বিদায়ের ধূসর আবেগ আর ছবির রং, সব যেন মিলেমিশে একাকার!
ছবি: মার্সেলোর টুইটার
৪ / ৮
ম্যাচের শেষে বার্নাব্যুতে যাওয়া দর্শকদের শেষবারের মতো অভিবাদন জানাচ্ছেন এই ব্রাজিলিয়ান লেফটব্যাক
ছবি: রয়টার্স
৫ / ৮
দুই দফায় রিয়ালের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। দুই দফায়ই নিজের অন্যতম বড় অস্ত্র হিসেবে পেয়েছেন মার্সেলোকে। বিদায়বেলার উষ্ণ আলিঙ্গনে আনচেলত্তির সেই কৃতজ্ঞতাবোধও কি বুঝলেন মার্সেলো?
ছবি: রয়টার্স
৬ / ৮
ব্রাজিলের ক্লাব থেকে সরাসরি রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে গিয়েও যে সফল হওয়া যায়, সে পথ তো রদ্রিগো-ভিনিসিয়ুসদের মার্সেলোই দেখিয়েছেন। শুধু ব্রাজিলই নয়, মার্সেলোকে দেখে অনুপ্রাণিত হয়েছেন কামাভিঙ্গা-ভালভার্দেদের মতো অন্যান্য দেশের ফুটবলাররাও। বিদায়বেলায় সে কারণেই হয়তো মার্সেলোকে বিশেষ এই সম্মান!
ছবি: টুইটার
৭ / ৮
এদের মিলিতাওর ইনস্টাগ্রামে মার্সেলোকে নিয়ে পোস্ট
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
রদ্রিগো গোয়েসের চোখে মার্সেলো একজন কিংবদন্তি
ছবি: ইনস্টাগ্রাম