দেড় দশকের রিয়াল মাদ্রিদ-অধ্যায় শেষ করে গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় বলে দিয়েছেন মার্সেলো। রিয়ালের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান। এত বছরের জমানো আবেগ–অনুভূতিগুলো যেন বেদনার সুরে বার্নাব্যুর প্রতিটি কোনায় ধ্বনিত হচ্ছিল।
১৯ বছর বয়সে ২০০৭ সালে যখন ফ্লুমিনেন্স থেকে রিয়ালে পাড়ি জমিয়েছিলেন মার্সেলো, কে ভেবেছিলেন, এই ছেলে সাদা জার্সিতে এত সফল হবেন? দেড় দশকে লস ব্লাঙ্কোদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন (২৪টি)। ছয়টি লিগ শিরোপা ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জ্বলজ্বল করছে নামের পাশে। শুরুর দিকের কয়েকটা মৌসুম বাদ দিলে প্রায় প্রতিটি মৌসুমেই রিয়াল একাদশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এমন এক খেলোয়াড়ের বিদায়ে সান্তিয়াগো বার্নাব্যুর পরিবেশ ভারী হয়ে উঠবে না, তা কি হয়?