ম্যাচের উত্তেজনা সহ্য করতে না পেরে মৃত্যু!
বিশ্বকাপের মতো জায়গায় সবাই আশায় থাকে দলের ভালো পারফরম্যান্সের। সেখানে ৯০ মিনিটের গোলে হেরে যাওয়া! যেকোনো সমর্থকের জন্যই তো এটা মেনে নেওয়া কঠিন। মিসরের এক ফুটবল কোচ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তিনি।
২৫ জুন বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে মিসর। এমন নয় যে ম্যাচটি মিসরের জন্য বাঁচা-মরার ছিল। বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। সৌদি আরবেরও তাই। দুই দলের পরশুর ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু বেচারা আবদেল রাহিম মোহামেদের দলের প্রতি ভালোবাসা ছিল অগাধ। শেষ মিনিটের গোলে মিসরের হেরে যাওয়াটা সইতে পারেননি এই টেলিভিশন ধারাভাষ্যকার ও ফুটবল বিশ্লেষক।
শেষ বাঁশি বাজার পর একটি টেলিভিশনে তাঁর ম্যাচটি বিশ্লেষণ করার কথা ছিল। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সৌদি আরব এগিয়ে যাওয়ার পর হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন আবদেল রাহিম। টেলিভিশন সেটে আসার বদলে তাঁকে যেতে হয়েছে হাসপাতালে। সেখানে ৩০ মিনিট ধরে চিকিৎসকেরা আবদেল রাহিমকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে পৃথিবী থেকে বিদায় নিলেন সাবেক এই ফুটবল কোচ।