মেসির সঙ্গে ১৬ বছরের পুরোনো স্মৃতি মনে করালেন এই আর্জেন্টাইন
অস্কার উসতারি, ফুটবল–দুনিয়ায় তেমন পরিচিত কোনো নাম নয়। ২০০৭ সালে আর্জেন্টিনা দলে অভিষেকের পর খেলেছেন মাত্র ২ ম্যাচ। ২০১২ সালের পর আর্জেন্টিনা দলে আর সুযোগ পাননি। ক্যারিয়ারে চোটও ভুগিয়েছে অনেক। যে কারণে ইউরোপের বড় ক্লাবগুলোতেও তাঁর খেলা হয়নি। সেই উসতারিই এখন আলোচনায়।
কারণ? আর্জেন্টাইন এই গোলরক্ষককে চিলির ক্লাব অডেক্স ইতালিয়ানো থেকে কিনেছে ইন্টার মায়ামি। এর মধ্য দিয়ে ফিরে এসেছে ১৬ বছর পুরোনো এক সম্পর্কের গল্পও। যে সম্পর্কে জড়িয়ে আছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির ক্যারিয়ারের প্রথম অর্জন ছিল ২০০৮ অলিম্পিকে সোনা জয়। মেসির সঙ্গে সেবার সোনা জয়ের স্বাদ পেয়েছিলেন অনূর্ধ্ব-২৩ দলে থাকা এই উসতারিও। তাঁর ইন্টার মায়ামিতে আসার পর মেসির সঙ্গে পুরোনো অর্জনের গল্পটাই ফিরে আসছে বারবার।
আর্জেন্টিনার হয়ে মেসির সঙ্গে উসতারির অবশ্য সেটিই একমাত্র অর্জন নয়। ২০০৫ সালে তাঁরা একসঙ্গে জিতেছেন যুব বিশ্বকাপের শিরোপা। ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে শিরোপা জেতা দুই খেলোয়াড়ের পুনর্মিলন হতে যাচ্ছে ফ্লোরিডার ক্লাবটিতে।
মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় উসতারি বলেছেন, ‘ইন্টার মায়ামির মতো ক্লাবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দারুণ এই প্রতিষ্ঠানটিতে কাজের সুযোগ করে দেওয়ায় আমি কৃতজ্ঞ, যা আমাকে বড় কিছু অর্জনে অনুপ্রাণিত করবে। লম্বা সময় পর লিওর (মেসি) সঙ্গে আবার লকার রুমে এবং মাঠে পুনর্মিলিত হতে পারার বিষয়টি নিয়ে আমি আনন্দিত। আমি সব সময় আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে এবং দলে অবদান রাখতে প্রস্তুত।’
দুই সপ্তাহ আগে মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেও একসঙ্গে অলিম্পিক জয়ের কথা মনে করিয়ে দিয়েছিলেন উসতারি।
উসতারিকে দলে টানা নিয়ে মায়ামির প্রধান সকার অফিসার এবং স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘অস্কারের (উসতেরি) মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে মৌসুমের বাকি সময়ের জন্য আমাদের গোলরক্ষকদের দলে গভীরতা আসবে।’