২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভুয়া করোনা টিকা সনদ দেখিয়ে নিষিদ্ধ কোচ

নিষিদ্ধ হয়েছেন মার্কাস আনফাংছবি: রয়টার্স

এ মৌসুমেই ভেরডার ব্রেমেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন মার্কাস আনফাং। কিন্তু গত ২০ নভেম্বর চাকরি থেকে পদত্যাগ করেন আনফাং। নতুন ক্লাবের দায়িত্ব পেয়ে খুব একটা ভালো করছিলেন না। দুই দশক পর জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরে যাওয়া ক্লাবটি প্রথম ১৪ ম্যাচের ৫টিতে জয় পেয়েছিল। কিন্তু এটা আনফাংয়ের চাকরি হারানোর কারণ নয়।

সাবেক মিডফিল্ডারের বিরুদ্ধে ভুয়া করোনার টিকা সনদ ব্যবহারের অভিযোগ উঠেছিল। শুরুতে সে অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও চাকরি থেকে পদত্যাগ করেছিলেন আনফাং। কিন্তু তদন্তে নিজের দোষ স্বীয়ার করে নেওয়ায় এক বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে আনফাংকে।

আনফাং ও তাঁর সাবেক সহকারী ফ্লোরিয়ান ইউঙ্গা
ছবি: টুইটার

৪৭ বছর বয়সী আনফাং ও তাঁর সাবেক সহকারী ফ্লোরিয়ান ইউঙ্গাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া আদালত। এ শাস্তি গত ২০ নভেম্বর থেকে কার্যকর। ফলে আনফাং ও তাঁর সহকারীকে আরও ১০ মাসের নিষেধাজ্ঞা কাটাতে হবে। সে সঙ্গে আনফাংকে ২০ হাজার ইউরো জরিমানা করা হচ্ছে। ৩৬ বছর বয়সী ইউঙ্গাকে ৩ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

আনফাংয়ের বিদায়ের পর দারুণ ফর্মে ব্রেমেন
ছবি: টুইটার

প্রথমে অভিযোগ অস্বীকার করা দুই কোচ পরে জানিয়েছেন, গত গ্রীষ্মে নিয়মিত করোনার পরীক্ষা দেওয়ার হাত থেকে বাঁচতেই ভুয়া সনদ ব্যবহার করেছিলেন। এক বিবৃতিতে জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘এমন কাজ করে মার্কাস আনফাং ও ফ্লোরিয়ান ইউঙ্গা পথিকৃৎ হিসেবে নিজেদের অবস্থানের ক্ষতি করেছেন।’ বিবৃতি বলা হয়েছে, দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির কিছুটা অংশ স্থগিত নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হবে এবং তাঁরা চাইলে ২০২২-২৩ মৌসুমেই কাজে ফিরতে পারবেন।