ভুটানকে উড়িয়ে দেওয়া বাংলাদেশের সামনে আজ শ্রীলঙ্কা

>

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি

ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে খাতা খুলেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের মতো নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কাও। তবে যে ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, তাদের বিপক্ষে লঙ্কানদের জয়টা কষ্টের (৩-২ গোলে)। গোলের ব্যবধান বিচারে স্পষ্টত শক্তিতে এগিয়ে বাংলাদেশ। এ ছাড়া লঙ্কানদের বিপক্ষে পরিসংখ্যানকেও পাশে পাচ্ছে আল আমিনরা।

শ্রীলঙ্কার বিপক্ষে দলের অতীত রেকর্ড উজ্জ্বল। বয়সভিত্তিক সাফে এ পর্যন্ত গত পাঁচ আসরে বাংলাদেশ চারবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। সব কটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়েছিল, ২০১৩ সালে জয় ৩-১ ব্যবধানে। ২০১৫ ও ২০১৭ সালে ৪-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। গত বছর সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অংশ না নেওয়া শ্রীলঙ্কাকে এবার আবার পেয়ে জয় ছাড়া কিছুই ভাবছেন না বাংলাদেশের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমরা জেতার জন্যই খেলব। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার খেলা আমরা দেখেছি। তাদের কিছু দুর্বলতা খোঁজার চেষ্টা করেছি। ওদের গোলকিপার বেশ ভালো। কিন্তু আমাদের দলের যে শক্তি, সেটা কাজে লাগিয়ে জেতার চেষ্টা করব। প্রাপ্ত সুযোগ যেন কাজে লাগাতে পারি, সেটাই থাকবে আমাদের লক্ষ্য।’

ভুটানের বিপক্ষে প্রচণ্ড গরমের মধ্যে প্রথম ম্যাচে খেলেছিল বাংলাদেশ। কিন্তু গতকাল থেকে কল্যাণীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যা স্বস্তি এনে দিয়েছে ফুটবলারদের। তবে মাঠে কাদা জমার ভয়ও আছে। কল্যাণী স্টেডিয়ামে কাদা হলেও ফুটবলাররা যেন স্বচ্ছন্দে খেলতে পারে, সে জন্য কলকাতা থেকে কেনা হয়েছে সিক্স স্পাইক বুট। কাল সকালে অনুশীলন না থাকলেও সন্ধ্যায় ফুটবলারদের নিয়ে ‘ক্লাস’ করিয়েছেন কোচ।

ক্লাসে ভিডিও সেশনের মাধ্যমে দেখানো হয়েছে প্রতিপক্ষের ম্যাচ ভিডিও। ভুটানের বিপক্ষে ম্যাচে রক্ষণ ও গোলকিপারের ভুলে দুটি গোল হজম করেছিল বাংলাদেশ। এসব নিয়েও আলোচনা করা হয়েছে। এসব ভুল শুধরে যাতে পরের ম্যাচে নতুন আত্মবিশ্বাসে খেলতে পারে দল, কোচ মোস্তফা আনোয়ার পারভেজের সেটাই চাওয়া, ‘গত ম্যাচে রক্ষণ ও গোলকিপারের ভুলে আমরা দুটি গোল খেয়েছি। এসব নিয়ে কাজ করছি। আশা করি, পরের ম্যাচে এমন ভুল হবে না।’

এবারের আসরে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ ৫টি দল। অন্য দেশগুলো আয়োজক ভারত, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে টুর্নামেন্টটি। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে।