বোমার হুমকির পর একাদশ থেকে ছুটি ম্যাগুয়ারের

আজ একাদশে নেই ম্যাগুয়ারছবি: রয়টার্স

দলের ভরাডুবির দায় অধিনায়ককে নিতে হয়। আর ম্যানচেস্টার অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারকে সেটা নিতে হয় প্রায় প্রত্যেক ম্যাচেই। তাই বলে বাসায় বোমা মারার হুমকি দেওয়াটা বাড়াবাড়িই। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর তাঁর বাসায় বোমা পেতে রাখার হুমকি দেয় এক ইউনাইটেড সমর্থক। এ নিয়ে পুলিশকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। এর মধ্যেই আজ আর্সেনালের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে ইউনাইটেড। এমন ম্যাচে অধিনায়ককে বিশ্রাম দিয়েছেন ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক।

আজ অধিনায়কত্ব করছেন ব্রুনো
ছবি: রয়টার্স

ইউনাইটেড জার্সিতে ম্যাগুয়ারের ভুলের হাইলাইটসগুলো জোড়া দিলে সেটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়ে যাবে। কিন্তু তাই বলে ইউনাইটেডের বাজে পারফরম্যান্সের সব দায় তো তাঁর নয়। কিন্তু এমন একজনকে নিজ দলের অধিনায়ক হিসেবে মানতে রাজি নন কিছু উগ্র সমর্থক। একজন তো অনলাইনে চেঞ্জ অর্গানাইজেশনে পিটিশন খুলেছেন তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোনো একজন সব মাত্রা ছাড়িয়েছেন, বলেছেন ৭২ ঘণ্টার মধ্যে অধিনায়কত্ব তো বটেই ইউনাইটেড না ছাড়লেই ম্যাগুয়ারের বাসায় তিনটি বোমা বিস্ফোরিত হবে।

এমন হুমকিকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। ম্যাগুয়ারের বাড়িতে বসবাস করেন তাঁর বাগ্‌দত্তা ফার্ন হকিংস ও দুই কন্যাসন্তান। চেশায়ার পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বুধবার, উইলমস্লো অঞ্চলের বাড়িতে বোমা পেতে রাখার হুমকিতে চেশায়ার পুলিশকে ডাকা হয়। বাসা থেকে কাউকে বের করা হয়নি। সতর্কতা হিসেবে পুলিশের বোমা নিষ্ক্রিয় করা দলের একটি কুকুর দিয়ে বৃহস্পতিবার বাসার বাগান ও চারপাশ তল্লাশি করা হয়।’

ম্যাগুয়ারের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নিজের বাসায় মারাত্মক হুমকি পেয়েছেন ম্যাগুয়ার। পুলিশকে তিনি এ ঘটনা জানিয়েছেন। পরিবার ও আশপাশের সবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হ্যারি ম্যাগুয়ার। তবে তিনি সামনের ম্যাচের প্রস্তুতি নেবেন এবং আমরা এ নিয়ে আর কিছু বলতে চাই না।’

আজ একাদশে আছেন রোনালদো
ছবি: রয়টার্স

এই অবস্থায় ম্যাগুয়ারকে মাঠে নামাতে চাননি রাংনিক। আজ আর্সেনালের মাঠে চূড়ান্ত একাদশ জানাতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে বলেছেন, ‘আমাকে তিনজনের মধ্যে বেছে নিতে হতো। হ্যারির খুব কঠিন এক সপ্তাহ কেটেছে। তাই ওকে বিশ্রাম দিচ্ছি এবং ভারান ও লিন্ডেলফকে খেলাচ্ছি।’

ওদিকে সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুর কারণে লিভারপুল ম্যাচে না খেলা ক্রিস্টিয়ানো রোনালদো ফিরেছেন আজকের একাদশে। আজ একটি রেকর্ডের কথা মাথায় নিয়ে নামছেন রোনালদো। আজ গোল পেলেই প্রিমিয়ার লিগে এক শ গোল হয়ে যাবে তাঁর।