বার্সেলোনার জন্য ব্রাজিলকে না করে দিয়েছেন জাভি

গতকাল আনুষ্ঠানিকভাবে বার্সার দায়িত্ব নিয়েছেন জাভিছবি : রয়টার্স

২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জাভি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সূত্র মারফত গত মে মাসে খবরটি নিশ্চিত করেছিল ইএসপিএন ব্রাজিল।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছিল, জাভি নাকি এই প্রস্তাবে ‘বিস্মিত’ হয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, সিবিএফের মূল পরিকল্পনা ছিল বিশ্বকাপের পর তিতের স্থলাভিষিক্ত হবেন বার্সার হয়ে ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপাজয়ী জাভি।

নেইমারদের কোচ হওয়ার সুযোগ ছিল জাভির সামনে
ছবি: রয়টার্স

ঘটনা সত্য কি না, সে ব্যাপারে জাভি নিজে মুখফুটে কিছু বলেননি। অবশেষে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পরে বললেন, আসলেই নেইমারদের কোচ হওয়ার জন্য তাঁর দিকে হাত বাড়িয়েছিল ব্রাজিল। কিন্তু যাঁর মনে বার্সেলোনার নিত্য বসবাস, তিনি বার্সেলোনার ডাক উপেক্ষা করে কীভাবে আটলান্টিকের ওপারে যেতে পারেন?


জাভিও পারেননি। একমনে কাতারি ক্লাব আল সাদকে কোচিং করিয়ে গেছেন, আর মনে মনে অপেক্ষা করেছেন প্রিয় ক্লাবের জন্য। যাতে যখনই বার্সেলোনা ডাক দেয়, কোনো ধরনের পিছুটান ছাড়াই যেন ক্যাম্প ন্যুতে পাড়ি জমাতে পারেন।

সিবিএফের এক সূত্র সেবার জানিয়েছিল, জাভির প্রতি বোর্ডের আগ্রহ থাকলেও কথাবার্তা ‘প্রাথমিক’ পর্যায়ে ছিল এবং আর্থিক বিষয়ে একমত হয়নি দুই পক্ষ। এ নিয়ে সিবিএফের মন্তব্যও প্রকাশ করেছিল ইএসপিএন, ‘সিবিএফ এবং সাবেক খেলোয়াড় ও বর্তমানে কোচ জাভির মধ্যে সহকারী কোচ নিয়ে প্রাথমিক আলাপের খবরটি সত্য। তবে আর্থিক বিষয়াদি, চুক্তির শর্ত—এসব নিয়ে গভীর কোনো আলোচনা হয়নি।’

ব্রাজিল কোচ তিতে
ছবি: টুইটার

সব গুঞ্জনই নিশ্চিত হলো গতকাল। জাভি নিজেই নিশ্চিত করলেন, ‘হ্যাঁ, আমি ব্রাজিলের সঙ্গে কোচিং দলের সদস্য হওয়া নিয়ে কথা বলেছিলাম। তারা চেয়েছিল আমি যেন তিতেকে সাহায্য করি। আর বিশ্বকাপের পর পুরোপুরিভাবে যেন ব্রাজিল দলের দায়িত্ব নিই।’


কিন্তু আল সাদের পর জাভি যে বার্সেলোনাতেই যাবেন, সেটা একরকম মনস্থির করেই ফেলেছিলেন যেন। ফলে খালি হাতেই ফিরতে হয়েছে ব্রাজিলকে, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমি প্রস্তুত, আত্মবিশ্বাসী। আমার কাছে মনে হয়েছে এটাই বার্সায় আসার উপযুক্ত সময়।’