বাজে খেলার পর বাজে ব্যবহার, চুক্তি হারাতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার

মার্সেলোছবি : টুইটার

ব্রাজিলিয়ান ফুটবলাররা এমনিতেই খবরের শিরোনাম হন। কিন্তু গত দুদিন ধরে তাদের খবরের শিরোনাম হওয়ার কারণ বেশ নেতিবাচকই। তুর্কি লিগে গ্যালাতাসারাইয়ের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্চাও নিজ দলের খেলোয়াড়কেই চড় মেরে লাল কার্ড দেখলেন। এবার অলিম্পিক লিওঁর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো চুক্তি হারাচ্ছেন সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহার করে চুক্তি হারাচ্ছেন।

গ্যালাতাসারাইয়ের মার্চাও নিষিদ্ধ হতে পারেন লম্বা সময়ের জন্যই। খেলার মধ্যেই নিজ দলের একজনকে চড় মেরে বসেন তিনি। গ্যালাতাসারাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা তো নেবেই, তুরস্ক ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া শাস্তির মুখেও পড়তে পারেন তিনি। মার্সেলো অলিম্পিক লিওঁর হয়ে অজেঁর বিপক্ষে ম্যাচে মারামারি না করলেও ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে সবার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন, যেটি অলিম্পিক লিওঁর কাছে ‘অগ্রহণযোগ্য’ রীতিমতো।

অজেঁর বিপক্ষে খুবই বাজে খেলেছেন মার্সেলো। ম্যাচে আত্মঘাতী গোলও করেছেন। এত বাজে পারফরম্যান্স তাঁর যে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ তাঁকে রেটিং দিতে গিয়ে দিয়েছেন মাত্র ‘১’ পয়েন্ট। এরপর চুপচাপ থাকলেই পারতেন, উল্টো ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাচ্ছেতাই আচরণ করলেন।


লিওঁ এতটাই বিরক্ত যে সঙ্গে সঙ্গে তাঁকে অবনমিত করে দিয়েছে যুবদলে। ৩৪ বছর বয়সী একজন খেলোয়াড়ের জন্য এটাই বড় শাস্তি। শোনা যাচ্ছে এতেও নাকি ক্ষোভ মিটছে না ক্লাব-কর্তৃপক্ষের। তাঁর চুক্তিই বাতিল করে দেওয়া হতে পারে।

লিওঁ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে মার্সেলোকে শাস্তি দেওয়ার খবর, ‘অজেঁর বিপক্ষে ম্যাচের পরে লকার রুমে মার্সেলোর অগ্রহণযোগ্য ব্যবহারের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিওঁর ম্যানেজমেন্ট দল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।’ যদিও মার্সেলোর চুক্তি বাতিল করা হবে কি না, সে নিয়ে বিস্তারিতভাবে এখনই কিছু জানায়নি লিওঁ। আর মার্সেলো কী অগ্রহণযোগ্য ব্যবহার করেছেন, সেটাও ব্যাখ্যা করেনি তারা।


এদিকে আরএমসি স্পোর্ত সেই ‘অগ্রহণযোগ্য’ ব্যবহারের একটা নমুনার কথা প্রকাশ করেছে। জানিয়েছে, ম্যাচশেষে দলের অধিনায়ক লিও দুবোয়া যখন বাজে পারফরম্যান্সের জন্য সতীর্থদের বকাঝকা করছিলেন, মার্সেলো তখন এক কোনায় দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। যা দেখে দলের ম্যানেজার পিটার বশচ বেশ রেগে যান। আয়াক্স ও বায়ার লেভারকুসেনের সাবেক এই ম্যানেজার পরে দলের ক্রীড়া পরিচালক জুনিনিওকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব মার্সেলোকে ক্লাব থেকে বের করে দিতে।

লিওঁর অবস্থা এবার বেশ খারাপ
ছবি: এএফপি

যে কারণে এই ব্রাজিলীয় ডিফেন্ডারকে যুবদলের সঙ্গে খেলতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর চুক্তি বাতিল করা যায় কি না, সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে ক্লাবের মধ্যে।


এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, লিওঁ মার্সেলোকে দল থেকে বিদায় করলে কপাল খুলে যেতে পারে বার্সেলোনার। দলের ফরাসি ডিফেন্ডার সামুয়েল উমতিতিকে পাঠানোর জন্য একতা জায়গা পেয়ে যাবে তাঁরা, যে উমতিতিকে বিক্রি করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটা। উমতিতি আগে এই লিওঁতেই খেলতেন।