বাংলাদেশকে বাঁচালেন ২ লাখ ডলার রিলিজ ক্লজের ডিফেন্ডার

ইয়াসিন আরাফাতছবি: বাফুফে

দুর্দান্ত ওভারল্যাপ করে মাপা ক্রস বা কোনাকুনি বক্সের দিকে ঢুকে পোস্টে শট নেওয়া। ইউরোপিয়ান ফুটবলে ফুলব্যাকদের নিয়মিত এমন করতে দেখা যায়। বাংলাদেশের ইয়াসিন আরাফাতের খেলার ধরনও এমন। অফুরন্ত দম নিয়ে মাঠে নেমে ওভারল্যাপিংও সময়মতো ব্যাকট্র্যাক করতে ওস্তাদ। গোল করতেও জুড়ি নেই। আজ তাঁর একমাত্র গোলের কল্যাণেই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

মালে জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ২৭ মিনিটেই সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। ১০ খেলোয়াড় নিয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আরও গোল খাওয়ার শঙ্কা নিয়ে বসতে হয় সমর্থকদের। দমে গেল না ১০ জনের বাংলাদেশ। তপু বর্মণ, তারিক রায়হানের সঙ্গে দাঁতে দাঁত চেপে রক্ষণ সামলালেন ইয়াসিন। কিন্তু ফাইনাল খেলতে হলে ন্যূনতম এক পয়েন্ট পাওয়াও যে গুরুত্বপূর্ণ। সে জন্য চাই গোল।

সমতা ফেরানোর আনন্দ ইয়াসিনের (ডানে)
ছবি: বাফুফে

৭৩ মিনিটে কর্নার পেল বাংলাদেশ। ওপরে উঠে গেলেন ইয়াসিন। ৭৪ মিনিটে গোল করে বাংলাদেশকে ফেরালেন সমতায়। অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে কাছের পোস্ট থেকে ফ্লিক করেন সাদ উদ্দিন। সে বলে দূরের পোস্ট থেকে মাথা ছুঁয়ে গোলটি করেন ফাঁকায় থাকা ইয়াসিন। জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে এটিই তাঁর প্রথম গোল। লিগে ও বয়সভিত্তিক ফুটবলে অবশ্য বেশ কয়েকটি গোল আছে তাঁর।

সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে ইয়াসিন
ফাইল ছবি: প্রথম আলো

২০১৯ সালে জাতীয় দলে ডাক পাওয়ার আগে বয়সভিত্তিক দলগুলোর নিয়মিত মুখ ইয়াসিন। ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে তাঁর নেতৃত্বেই কাতারকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল বাংলাদেশ। কিশোর সাফে গোলও আছে একটি। অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ও অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব মিলিয়ে গোল আছে আরও ৩টি।

এর আগে প্রায় প্রতিটা বয়সভিত্তিক দলের জার্সিই উঠেছে তাঁর গায়ে। ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ ও ২০১৬ সালে অনূর্ধ্ব-১৪ দলের সদস্য হিসেবে মালয়েশিয়ায় মক কাপ জেতার অভিজ্ঞতা আছে। ২০১৯ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপ চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের বিপক্ষে তাঁর গোলটি এখনো চোখে লেগে থাকার কথা। বাঁ প্রান্ত থেকে নেওয়া তাঁর ক্রস মালদ্বীপ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে যায় জালে।

দলকে হারতে দেননি ইয়াসিন (ডানে)
ছবি: সংগৃহীত

২০১৮ সাল থেকে সাইফ স্পোর্টিংয়ে খেলছেন ইয়াসিন। সে বছরই ২ লাখ ডলারের রিলিজ ক্লজে তাঁর সঙ্গে ৩ বছরের চুক্তি করে সাইফ। বাংলাদেশের ফুটবলে রিলিজ ক্লজের ব্যাপারটি এসেছে সে চুক্তির সুবাদে। তিন মৌসুম খেলে দলটির হয়ে প্রিমিয়ার লিগের ৫২ ম্যাচে ৪ গোল করেছেন। ফেডারেশন কাপের ৯ ম্যাচে আছে ৩ গোল। এই বছর অবশ্য সাইফ ছেড়ে তাঁর বসুন্ধরা কিংসে যোগ দেওয়াটা প্রায় নিশ্চিতই।