ফাইনালে স্পেনকে পেল ব্রাজিল
অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়া নিশ্চিত করল স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। অতিরিক্ত সময়ে ১১৫ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কো আসেনসিও। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল দুই দল। দিনের প্রথম সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। শনিবার সোনার পদক জয়ের লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে স্পেন।
ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোলমুখ খুলতে চোখ ধাঁধানো আক্রমণ করতে পারেনি। গোছানো রক্ষণ নিয়ে খেলেছে জাপান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি স্পেনের পেনাল্টির একটি আবেদন বাতিল করে দেয়। ১১৫ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে বাঁকানো শটে গোল করেন আসেনসিও। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল জাপান ও মেক্সিকো এখন ব্রোঞ্জ জয়ের লড়াই করবে। শুক্রবার সাইতামা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু্ই দল।
সর্বশেষ ২০০০ সিডনি অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছিল স্পেন। সেবার রুপা জিতেছিল তারা। বদলি হয়ে মাঠে নামা আসেনসিওর গোলে এই ২১ বছরের মধ্যে প্রথম অলিম্পিক ফাইনালের দেখা পেল স্পেন। তবে ম্যাচে জাপানের তুলনায় ভালো খেলেই জয় তুলে নিয়েছে স্পেন। প্রথমার্ধে স্পেনের রাফা মীরের রুখে দেন জাপানের গোলকিপার কোসা তানি। স্পেনের মেকিল মেরিনোকে জাপানের মায়া ইয়োশিদা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির দাবি তোলেন স্পেনের খেলোয়াড়রা। কিন্তু ভিএআর সে দাবি বাতিল করে দেয়।