২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দল লড়ছে ঢাকায়, সিলেটে খেপ খেলছেন ফুটবলার

গুরুত্বপূর্ণ সদস্য ছাড়া আজ মাঠে নেমেছিল বারিধারা দলছবি: বাফুফে

দল লড়ছে ঢাকায় আর দলের খেলোয়াড় খেপ খেলায় ব্যস্ত সিলেটে! দেশের ফুটবল এমন ঘটনা দেখল আজ। স্বাধীনতা কাপে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল উত্তর বারিধারার। আজ জিততে পারলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকত তাদের। কিন্তু এমন ম্যাচেই নেই দলের সেরা খেলোয়াড় মিসরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ।

মোস্তফাবিহীন বারিধারা সাদামাটা এক দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা শহীদ কামাল স্টেডিয়ামে বিমানবাহিনীর বিপক্ষে ১–১ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বারিধারা।

সিলেটে মিসরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ (বাঁয়ে)
ছবি: সংগৃহীত

দলীয় সূত্রে জানা গিয়েছে, খেপ খেলতে সিলেটে গিয়েছেন মোস্তফা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পাওয়া গিয়েছে সিলেটে খেলতে যাওয়ার ছবি। ক্লাবের একটি সূত্র বলছে, মোস্তফার মা অসুস্থ। মায়ের চিকিৎসার জন্য ক্লাবের কাছে টাকা চেয়েও তিনি পাননি। তাই খেপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মোস্তফার ব্যাপারে ক্লাবের সহকারী ম্যানেজার আলম প্রথম আলোকে বলেন, ‘মোস্তফা বিয়ানীবাজারে খেপ খেলতে গিয়েছেন। সে ছবি আমরা পেয়েছি।’ মোস্তফার বেতন প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘তাঁর সঙ্গে চুক্তি ডিসেম্বরের ১ তারিখ থেকে। এখনো তো বেতনের সময় আসেনি।’

ম্যাচ ড্র করে বাদ পড়েছে দুই দলই
ছবি: বাফুফে

আগেই বিদায় নেওয়া বিমানবাহিনীকে আজ হারাতে পারলে শেষ আটের আশা বেঁচে থাকত বারিধারার। কিন্তু সেটা তারা পারেনি। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিল উভয় দলই। ১–১ গোলের ড্রয়ের ম্যাচে সার্ভিসেস দলটিকে এগিয়ে নিয়েছিলেন জুয়েল মিয়া, শেষ দিকে বারিধারাকে সমতায় ফেরায় উজবেকিস্তানের মিডফিল্ডার এভেনগি কোচনেভ। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

৫০ মিনিটে এগিয়ে যায় বিমানবাহিনী। নিজামউদ্দিন রাজুর ফ্রি–কিক বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান জুয়েল। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে বারিধারা। রাশেদ হোসেনের শট বক্সের মধ্যে বিমানবাহিনীর হাফিজুর রহমানের হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়ান কোচনেভ।

বিমানবাহিনীকে চাপে ফেলে সমতায় ফিরতে পারলেও জয় আর পাওয়া যায়নি। এই গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।