টেন হাগ যুগের প্রথম খেলোয়াড় ইউনাইটেডে

এরিক টেন হাগের সঙ্গে টায়রেল মালাসিয়াছবি : টুইটার

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন বেশ কয়েক দিন হলো। ইউনাইটেডের সুদিন কীভাবে ফেরানো যায়, তা নিয়ে এর মধ্যেই পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন ডাচ কোচ এরিক টেন হাগ। কোন কোন খেলোয়াড় ইউনাইটেডকে আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যাবেন, কোন কোন খেলোয়াড়ের ইউনাইটেডে ভবিষ্যৎ নেই—সবকিছুই আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে।

এর মধ্যেই চলে এল নতুন ঘোষণা। আগামী দিনের ইউনাইটেড গড়ার অংশ হিসেবে টেন হাগ যুগের প্রথম খেলোয়াড়ের নাম লিখিয়েছেন দলটায়।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

ডাচ ক্লাব ফেইনুর্দ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন লেফটব্যাক টায়রেল মালাসিয়া। ২২ বছর বয়সী এই লেফটব্যাককে কিনতে ইউনাইটেডের খরচ হয়েছে দেড় কোটি ইউরোর মতো। পরবর্তীকালে অন্যান্য বোনাস বাবদ আরও ২০ লাখ ইউরো আয় করার সুযোগ থাকছে ফেইনুর্দের সামনে, সেটা নির্ভর করবে মালাসিয়ার পারফরম্যান্সের ওপর। ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মালাসিয়া।

স্বদেশি মালাসিয়াকে ইউনাইটেডে নাম লেখাতে দেখে বেশ উৎফুল্ল সাবেক ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। জীবনের একমাত্র প্রিমিয়ার লিগ ইউনাইটেডের জার্সি গায়ে জিতেছেন দেখেই কি না, ইউনাইটেডের প্রতি ফন পার্সির দরদ অন্য রকম। বর্তমানে ফেইনুর্দের সহকারী কোচের দায়িত্বে থাকা ফন পার্সি এর আগে দুই দফায় ডাচ ক্লাবটায় খেলেছেনও।

সব মিলিয়ে নিজের দলের এক তারকাকে ইউনাইটেডে যেতে দেখে বেশ ভালোই লাগছে ফন পার্সির, ‘এই অসাধারণ দলবদলের জন্য টায়রেল মালাসিয়াকে অভিনন্দন। আবারও প্রমাণিত হলো, কঠোর পরিশ্রম করলে ফল আসবেই। আর ইউনাইটেডের সমর্থকদের বলব, আপনারা টায়রেলের খেলা দেখে অবশ্যই খুশি হবেন। অসাধারণ এক প্রতিভা, যার মধ্যে লড়াকু মানসিকতা আছে। আমি নিশ্চিত এই ক্লাবের জন্য মালাসিয়া উপযুক্ত এক খেলোয়াড়।‘

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফেইনুর্দের হয়ে ৫০ ম্যাচ খেলেছেন মালাসিয়া।