টিকার ভুয়া সনদ দেখিয়ে চাকরি হারালেন তাঁরা

চাকরি হারালেন প্রধান কোচ মার্কাস আনফাংছবি: রয়টার্স

জার্মানিতে করোনা পরিস্থিতি আবারও ক্রমেই উদ্বেগজনক অবস্থায় যাচ্ছে। গত সপ্তাহ থেকে সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত জার্মানিতে করোনা সংক্রমণে মারা গেছেন ৯৯ হাজার মানুষ। শিগগিরই মৃত্যু লাখ ছাড়িয়ে যাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এমন পরিস্থিতিতে সেখানে টিকা না নিয়েও টিকা নেওয়ার সনদ দেখিয়ে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াটা বড় অন্যায়ই। যা করেছেন দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব ভেরডার ব্রেমেনের দুই কোচ।

ফ্লোরিয়ান ইউনা
ছবি: টুইটার

সরকারি কৌঁসুলিদের তদন্তে বের হয়ে এসেছে ক্লাবটির প্রধান কোচ মার্কাস আনফাং ও সহকারী কোচ ফ্লোরিয়ান ইউনার ভুয়া সনদের বিষয়টি। এ সংকটময় পরিস্থিতিতে এমন অনৈতিক কাণ্ড ঘটালে যা হয়, তাঁদের ওপর চাপ বাড়ছিল। ফলে ক্লাবের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব।

এক বিবৃতিতে ভেরডার ব্রেমেন ক্লাব বলেছে, ‘ভেরডার ব্রেমেনের প্রধান কোচ মার্কাস আনফাং ও সহকারী কোচ ফ্লোরিয়ান ইউনা শনিবার সকালে তাঁদের পদ থেকে পদত্যাগ করেছেন। এ সিদ্ধান্তের কারণ হলো দুই কোচের বিরুদ্ধে সরকারি কৌঁসুলিদের তদন্ত এবং ক্লাব ঘিরে অস্থিরতা।’

ঠিক কী কারণে পদত্যাগ করেছেন এই দুজন? তা পুরোপুরি খোলাসা করেননি আনফাং। তবে চাপের কথা স্বীকার করেছেন তিনি, ‘ক্লাব, দল, আমার পরিবার এবং আমার ওপর চরম চাপের কারণে, আমি ভেরডার ব্রেমেনের প্রধান কোচের দায়িত্ব থেকে অবিলম্বে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ সহকারী কোচ ইউনা বলেছেন, ‘আমি গভীরভাবে দুঃখিত যে ভেরডার ব্রেমেনে আমার সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে।’