জাদুকরি কিছুর আশা করছেন না কাবরেরা

জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরাছবি: প্রথম আলো

১২ দিন আগে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ছাড়াই জাতীয় দলের জন্য ২০ জনকে ডেকেছিলেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। এএফসি কাপ শেষ হয়ে যাওয়ায় কাল কিংস দল দেশে ফিরতেই তাদের ১৩ খেলোয়াড়কে প্রাথমিকভাবে জাতীয় দলে ডাকা হয়েছে। এদের মধ্যে ডিফেন্ডার তারিক কাজী, মিডফিল্ডার মাসুক মিয়া, ফরোয়ার্ড মতিন মিয়া ও সুমন রেজার চোট ছিল।

শেষ পর্যন্ত ডাক্তারি পরীক্ষা শেষে এই চার জনকে বাদ দিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত খেলোয়াড় তালিকা তৈরি করেছেন কোচ। তাঁদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন। চূড়ান্ত দলে নতুন মুখ গোলকিপার মোহাম্মদ নাঈম, মিডফিল্ডার পাপন সিং ও ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন। দল থেকে বাদ পড়েছেন গোলকিপার মিতুল মারমা, মিডফিল্ডার আবু সাঈদ ও সোহেল রানা। একই কারণে আগেই বাদ পড়েছেন রাইটব্যাক সাদ উদ্দিন, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও গোলকিপার শহীদুল আলম।

জাদুকরি কিছুর আশা করছেন না কোচ কাবরেরা
ছবি: প্রথম আলো

আগামী ৮ থেকে ১৪ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের বাছাইপর্ব। এর প্রস্তুতি উপলক্ষে ১ জুন ইন্দোনেশিয়ায় স্বাগতিকদের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ম্যাচগুলো সামনে রেখেই সাজানো হয়েছে এই দল।

তবে দল ছাপিয়ে প্রশ্ন যখন হলো এশিয়ান কাপের বাছাইপর্বে অনেক এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে, বাংলাদেশ কোচ কাবরেরা জানিয়ে দিলেন, তিনি জাদুকরি কিছুর আশা করছেন না।

এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হচ্ছের জাতীয় দলের ফুটবলাররা
ছবি: প্রথম আলো

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া। প্রতিটি দলই বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাহরাইন এগিয়ে আছে ৮৯ ধাপ, দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ৫৪ ধাপ। সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন উঠেছিল, বাছাইপর্বে অবিশ্বাস্য কিছু করা দেখানো সম্ভব কি না?

কাবরেরা বলেন, ‘জাদুকরি কিছুর জন্য অপেক্ষা করছি না। আমাদের নজর শুধু আমাদের খেলার দিকেই। প্রতিটা দিন, প্রতিটা অনুশীলন সেশন আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে যেহেতু খেলছি, আমাদের মনোযোগ ঠিক রাখতে হবে। লড়াই করতে হবে। প্রতিটা সেকেন্ড, মিনিট, সেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া
ছবি: প্রথম আলো

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফরে বাংলাদেশের ফরোয়ার্ড বিভাবে অভিজ্ঞ খেলোয়াড় থাকছেন না। শৃঙ্খলাভঙ্গের কারণে দলে নেই নাবিব নেওয়াজ। চোট নিয়ে ছিটকে গেলেন মতিন ও সুমন। অবশ্য এ নিয়ে হতাশ নন কাবরেরা, ‘দলটার দিকে তাকালে দেখবেন, সেখানে সাজ্জাদ হোসেনের নাম আছে। সে একজন স্ট্রাইকার, পরিপূর্ণ নম্বর ৯। এমনকি সুফিলও (মাহবুবুর রহমান) ৯ নম্বর পজিশনে খেলতে পারে। মেরাজ হোসেনকেও ফলস নাইন কিংবা ফরোয়ার্ডে খেলানো যায়। তাই এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আমার।’

আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে দল।

২৩ সদস্যের চূড়ান্ত দল

গোলকিপার
আনিসুর রহমান, আশরাফুল রানা ও মোহাম্মদ নাঈম

ডিফেন্ডার
টুটুল হোসেন , রিয়াদুল হাসান, রহমত মিয়া, রায়হান হাসান, ইসা ফয়সাল, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ ও রিমন হোসেন।

মিডফিল্ডার
জামাল ভূঁইয়া, মেরাজ হোসেন, পাপন সিং, সোহেল রানা, বিপলু আহমেদ ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড
মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসাইন, জাফর ইকবাল, ফয়সাল আহমেদ , মাহাবুবুর রহমান ও সাজ্জাদ হোসেন।