কলকাতা নয়, বাংলাদেশের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না আফগানিস্তান। তাই নেপালে অনুষ্ঠেয় তিন দেশীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
প্রায় একই সময়ে ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের খেলা থাকায় নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া জাতীয় দলের হয়ে কাঠমান্ডুর টুর্নামেন্টে খেলবেন কি না, সে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য স্বস্তির খবর, ডাক পেলে টুর্নামেন্টে খেলবেন জামাল। খেলার বিষয়টি কলকাতা থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন জামালই।
কাঠমান্ডুর টুর্নামেন্টে খেলার ব্যাপারে জামাল বলেন, ‘অবশ্যই আমি টুর্নামেন্টে খেলব। টুর্নামেন্টের সূচি দেখার পর বলতে পারব আমি কবে দলের সঙ্গে যোগ দেব। সরাসরি কলকাতা থেকে যাব নাকি ঢাকা এসে যাব, সে সিদ্ধান্ত নিইনি।’
আই লিগের সুপার সিক্স পর্ব চলছে এখন। জামালের দল মোহামেডানের শেষ ম্যাচ ২৭ মার্চ। তবে সে ম্যাচটি তিনি খেলবেন না বলে মোহামেডান ক্লাব সূত্রে জানা গিয়েছে। ২১ মার্চ গোকুলামের বিপক্ষে খেলেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে ক্লাবের সঙ্গে আলাপ করেছেন জামাল।
কাঠমান্ডুর টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অন্য দলটি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ। দল নেপাল যাওয়ার কথা ১৮ অথবা ২০ মার্চ।
টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা হওয়ার কথা আজ। দলে নতুন কিছু খেলোয়াড় ডাকতে চায় বাফুফে।
করোনাকালীন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়া মানে সবার আগে প্রশ্ন ওঠা—কোয়ারেন্টিন থাকবে কি না? বাংলাদেশ দল টুর্নামেন্টটি খেলবে কোয়ারেন্টিন পর্ব ছাড়াই। কাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক সভা শেষে কমিটির প্রধান ও বাফুফে সহসভাপতি নাবিল আহমেদ বলেছেন, ‘নেপালে কোয়ারেন্টিন করতে হবে না আমাদের। করোনা পরীক্ষা করে ফল হাতে পাওয়ার পরই অনুশীলন করা যাবে।’
নেপালে দল পাঠানো অবশ্য বাফুফের ‘প্ল্যান বি’। নাবিল আহমেদ জানিয়েছেন, ‘প্ল্যান এ’ আফগানিস্তানের সঙ্গে খেলাই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ এখনো প্রস্তুত আছে জানিয়ে এএফসিকে চিঠি দেবে বাফুফে।