বেশ ভালো একটা সময়ই কাটছে আর্জেন্টিনার। কোপা আমেরিকার ১১ মাসের মধ্যে আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বসূচক শিরোপা লা ফিনালিসিমা জিতেছেন লিওনেল মেসিরা, টানা ৩৩ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। এমন দারুণ সময়ের প্রভাব র্যাঙ্কিংয়ে না পড়ে পারে?
ফিফার নতুন র্যাঙ্কিং এখনো প্রকাশিত হয়নি, তবে সেখানে আর্জেন্টিনার অবস্থান কী হতে পারে, সেটি জানিয়ে দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তাদের হিসাবে, এর পরের র্যাঙ্কিংয়ে কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমার ফ্রান্সকে টপকে সেরা তিনে উঠে আসবে লিওনেল স্কালোনির দল। তবে ব্রাজিল ভক্তদের এখনই আর্জেন্টিনাকে নিয়ে শঙ্কার কিছু নেই, ব্রাজিল শীর্ষেই থাকছে।
সর্বশেষ ফিফার র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার অবশ্য অনেকদিন হয়ে গেছে। গত ৩০ মার্চে প্রকাশিত সে র্যাঙ্কিংয়ে পাঁচ বছর পর শীর্ষে উঠেছিল ব্রাজিল, দুইয়ে নেমে গিয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাকে অনেকটা ‘পৈত্রিক সম্পত্তি’ বানিয়ে ফেলা বেলজিয়াম। তিনে ফ্রান্স, চারে ছিল আর্জেন্টিনা। সে সময়ে ফ্রান্সের (১৭৮৯.৮৫ পয়েন্ট) চেয়ে ২৪.৭২ রেটিং পয়েন্টে পিছিয়ে চার নম্বরে ছিল আর্জেন্টিনা।
টিওয়াইসি স্পোর্টসের হিসাবে, নতুন প্রকাশিতব্য র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা (১৭৮৪) ফ্রান্সের চেয়ে ১৯ রেটিং পয়েন্ট এগিয়ে থেকে র্যাঙ্কিংয়ের তিনে উঠে যাবে। অবশ্য তেমনটা হওয়াই স্বাভাবিক। আর্জেন্টিনার যেখানে অজেয়-যাত্রা চলছে, ফ্রান্সের এবারের উয়েফা নেশনস লিগে শুরুটা হয়েছে জঘন্য। চার ম্যাচে দুই ড্র, দুই হার। ক্রোয়েশিয়া, ডেনমার্ক ও অস্ট্রিয়াকে নিয়ে গড়া গ্রুপের তলানিতেই আছে ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরা।
মার্চে সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশের পর থেকে এ পর্যন্ত আর্জেন্টিনা শুধু দুটি ম্যাচই খেলেছে। দুটি ম্যাচই বিশেষ, ১ জুন ওয়েম্বলিতে ইতালিকে গুঁড়িয়ে মেসিরা মেতে উঠেছেন লা ফিনালিসিমার উল্লাসে, তার পাঁচ দিন পর এস্তোনিয়ার মাঠে আর্জেন্টিনার ৫-০ গোলের জয়ে অবিশ্বাস্য কীর্তি মেসির—দলের পাঁচটি গোলই করেছেন আর্জেন্টিনা অধিনায়ক!
ফ্রান্সের হঠাৎ ফর্ম হারানো আর আর্জেন্টিনার ধারাবাহিকতা মিলিয়ে মেসিরা র্যাঙ্কিংয়ের সেরা তিনে তো উঠছেন, শীর্ষে থাকা ব্রাজিলকে ধরতে অবশ্য এখনো অনেক কাঠখড় পোড়াতে হবে তাঁদের।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের রেটিং পয়েন্ট ৫৪ বেশি! দুইয়ে থাকা বেলজিয়ামই ১৬ পয়েন্ট এগিয়ে আর্জেন্টিনার চেয়ে।
টিওয়াইসি স্পোর্টসের হিসাব অনুযায়ী, এর পরের ফিফা র্যাঙ্কিংয়ের সেরা দশ হবে এমন—