এমবাপ্পেকে নিয়ে মদরিচের কৌতুক

রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচফাইল ছবি

কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার দৌড়ে কী আটঘাট বেঁধেই না নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আসি আসি বলে এমবাপ্পে আর এলেন না সান্তিয়াগো বার্নাব্যুতে! প্যারিসের ক্লাব পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি স্ট্রাইকার। স্বপ্নের ক্লাব রিয়ালে নাম লেখানো হচ্ছে না—কথাটি এমবাপ্পে নিজেই ফোন করে জানিয়েছিলেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে।

এমবাপ্পের সেই কথাগুলো নিশ্চয়ই পেরেজের কানে শেলের মতো বিঁধেছিল! কিন্তু বুকে পাথর বেঁধে পেরেজ শুভকামনা জানিয়েছেন এমবাপ্পেকে আর নিজের খেলোয়াড়দের বলেছেন—এমবাপ্পের সঙ্গে খেলা হচ্ছে না তোমাদের, সে তোমাদের সতীর্থ হচ্ছে না! কথাটি শুনে নিশ্চয়ই কষ্ট পেয়েছিলেন রিয়ালের খেলোয়াড়েরা। তাঁরাও যে আশা করেছিলেন, আগামী মৌসুমে এমবাপ্পে তাঁদের সতীর্থ হবেন।

সেই কষ্ট এখন নানাভাবে বেরিয়ে আসছে রিয়ালের খেলোয়াড়দের ভেতর থেকে। এই যেমন লুকা মদরিচ স্পেনের রেডিও স্টেশন কোপের সঙ্গে কথপোকথনে, এমবাপ্পেকে নিয়ে কৌতুক করেছেন। এমবাপ্পের শেষ পর্যন্ত রিয়ালে না যাওয়া নিয়ে মদরিচের কথাটা এ রকম, ‘আমিও এখনো চুক্তি নবায়ন করিনি। কিন্তু আমি এমবাপ্পের মতো কিছু করছি না!’

মদরিচের অবস্থাটাও অনেকটাই এমবাপ্পের মতো! কদিন আগেও পিএসজির সঙ্গে নতুর চুক্তি করার আগে এই গ্রীষ্মে এমবাপ্পের যেমন সম্ভাবনা ছিল মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়ার, মদরিচের ক্ষেত্রেও তাই। এই গ্রীষ্মেই রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে তাঁর। নতুন চুক্তি না করলে হয়ে যাবেন মুক্ত খেলোয়াড়। কিন্তু তিনি এমবাপ্পের মতো কিছু করবেন না বলে জানিয়ে দিলেন।

এ পর্যায়ে এসে রিয়াল কর্তৃপক্ষকেও যেন একটু চাপ দিলেন মদরিচ এবং সেটা নতুন চুক্তির জন্যই। কোপে রেডিওকে তিনি বলেছেন, ‘আমি আশা করছি, ক্লাব আমার সঙ্গে এমন কিছু করবে না।’ ‘এমন কিছু করবে না’ বলে মদরিচ হয়তো বোঝাতে চেয়েছেন রিয়াল তাঁর সঙ্গে নতুন চুক্তি করবে।

পিএসজিতেই থেকে গেছেন এমবাপ্পে
ছবি: এএফপি

এ কারণেই পরে আবার মদরিচ বলেছেন, ‘আমাদের (ক্লাব ও মদরিচ) সম্পর্ক ভালো। আমি অনেকবারই বলেছি যে এখানেই ক্যারিয়ার শেষ করতে চাই।’

মদরিচ কথা বলেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়েও। তাঁর কথা, ‘আমাদের সামনে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ সবকিছুর ঊর্ধ্বে, যেকোনো খেলোয়াড় বা যেকোনো কিছুর।’

এমবাপ্পেকে না পেলেও যে রিয়াল মাদ্রিদ বেশি শক্তিশালী দলই থাকবে, এটা বোঝাতে গিয়ে মদরিচ বলেছেন, ‘আমি মনে করি, আমাদের দলটি বেশ ভালো। এমন অনেক খেলোয়াড় আছে, যারা আরও অনেক উন্নতি করতে পারে।’