এবার পুলিশে আটকে গেল মোহামেডান

১৭ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেওয়ার উচ্ছ্বাস জাফর ইকবালেরছবি: প্রথম আলো

গত ৯ ফেব্রুয়ারি নিজেদের হোম ভেন্যু কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান ১–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ পুলিশকে। একমাত্র গোলটি করেছিলেন সাদা–কালোর অধিনায়ক উরু নাগাত। সম্প্রতি চোট নিয়ে দেশে ফিরে গেছেন এই জাপানি মিডফিল্ডার। তবে দেশে বসেই হয়তো খবর রাখছিলেন আজকের মোহামেডান-পুলিশ ফিরতি ম্যাচটার ওপর।

প্রায় ছয় মাসের মাথায় পুলিশের সঙ্গে ফিরতি ম্যাচে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহামেডান। তবে এগিয়ে গিয়েও এবার আর পুলিশকে হারাতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। হারতে বসা ম্যাচে ৮৬ মিনিটে গোল শোধ করেছে পুলিশ। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র ম্যাচটা পুলিশের কাছে জয়েরই সমান।

প্রায় ছয় মাস পর মুখোমুখি হয়েছে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ
ছবি: প্রথম আলো

শুরু থেকেই পাকির আলীর পুলিশ দলের রক্ষণ অনেকটা ভঙ্গুর দেখাচ্ছিল। ফলে আক্রমণাত্মক মেজাজে থাকা মোহামেডান সুযোগ তৈরি করে বেশ কয়েকটি। কিন্তু শাহেদ মিয়ার দারুণ শট পুলিশের গোলকিপার আরিফুজ্জামান হিমেলের হাতে লেগে ক্রসবারে প্রতিহত হয়।

গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি মোহামেডানকে! ১৭ মিনিটে পুলিশের অফসাইডের ফাঁদ ভেদ করে বক্সে ঢুকে পড়েন মোহামেডান মিডফিল্ডার জাফর ইকবাল। সামনে গোলকিপারকে একা পেয়ে কোনাকুনি শটে তাঁর লক্ষ্যভেদ।

পুলিশের গোলমুখে অনেক আক্রমণ চালিয়েছে মোহামেডান
ছবি: প্রথম আলো

গোল খেয়ে হুঁশ ফেরে পুলিশের। গোল শোধের জন্য আক্রমণে ওঠে তারা। সহজ দু–তিনটি সুযোগ নষ্ট হয় এই সময়। ৩৩ মিনিটে কিরগিজ মিডফিল্ডার আহমেদভের ফ্রি-কিক লাগল মোহামেডানের সাইড পোস্টে। ফলে ১–০ গোলে এগিয়ে থেকেই প্রধমার্ধ শেষ করে মোহামেডান।

দ্বিতীয়ার্ধে মোহামেডানের ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসানের শট আটকে দেন পুলিশের গোলকিপার। এই অর্ধে গোল শোধের জন্য মরিয়া চেষ্টায় মোহামেডান বক্সে বেশ কয়েকবার হানা দিয়েছে পুলিশ। অবশেষে ৮৫ মিনিটে এল সাফল্য।

দারুণ ট্যাকলে গোল বাঁচাচ্ছেন পুলিশের ডিফেন্ডার
ছবি: প্রথম আলো

ফরোয়ার্ড জমিরের গোলমুখী শট মোহামেডান ডিফেন্ডার কামরুল ইসলাম ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি। সুযোগটা দারুণভাবে কাজে লাগান ফরাসি লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন আইভরি কোস্টের স্টাইকার ক্রিস্টিয়ান কুয়াকু। তাঁর নিখুঁত হেড জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে পুলিশ দল। জিততে জিততে মোহামেডান শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরেছে।

১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সাদা–কালোরা এখন পয়েন্ট তালিকার ৫ নম্বরে। মাঝে টানা তিন জয়ে তালিকার ২ নম্বরে উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তাদের সামনে। কিন্তু এখন মোহামেডানের পক্ষে রানার্সআপ হওয়া কঠিনই মনে হচ্ছে। কারণ, ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট শেখ জামালের। ১৯ ম্যাচে আবাহনীর ৩৪ পয়েন্ট। আগামীকাল আবাহনী-শেখ জামাল ম্যাচই অনেকটা ঠিক করে দেবে রানার্সআপ হওয়ার সম্ভাবনা কার বেশি।

১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অবনমন চিন্তামুক্ত পুলিশ আছে ৮ নম্বরে।