২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এক চ্যাম্পিয়নকে পাশে পাচ্ছেন বাংলাদেশ কোচ কাবরেরা

জাতীয় দলের সহকারী কোচ হয়েছেন হাসান আল মামুনছবি: সংগৃহীত

১৯৯৫ থেকে ২০০৮—প্রায় ১৩ বছর জাতীয় দলের জার্সিতে খেলেছেন হাসান আল মামুন। ট্রফি ক্যাবিনেটে আছে তিনটি আন্তর্জাতিক শিরোপা।

১৯৯৫ সালে মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্ট জয়ের মধ্য দিয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছিল বাংলাদেশ। সে দলের সদস্য হাসান আল মামুন পরে জিতেছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় দুটি শিরোপা সাফ চ্যাম্পিয়নশিপ ও সাফ গেমস।

জাতীয় দলের সাবেক সহ-অধিনায়ককে প্রথমবারের মতো জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। এই মাসে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, আপাতত এই দুই ম্যাচের জন্য দলের কোচিং স্টাফে যোগ দেবেন মামুন। আজ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

২০০৩ সাফ ফাইনালে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশ। সে ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন হাসান আল মামুন
ফাইল ছবি

২৪ মার্চ মালেতে মালদ্বীপের বিপক্ষে এবং ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। জাতীয় দলের ডাগআউটে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার প্রথম পরীক্ষা হবে ম্যাচ দুটি।

সে পরীক্ষায় কাবরেরা সহযোগী হিসেবে পাচ্ছেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার মামুনকে। আগে থেকেই বাংলাদেশ দলের গোলকিপার কোচ হিসেবে আছেন মামুনের সাবেক সতীর্থ বিপ্লব ভট্টাচার্য ও মিডফিল্ডার মাসুদ কায়সার।

বাংলাদেশ কোচ কাবরেরা
ছবি: প্রথম আলো

প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং স্টাফে ঢুকে উচ্ছ্বসিত মামুন, ‘জাতীয় দলের সহকারী কোচ হতে পারাটা সম্মানের ব্যাপার। অনেক বছর জাতীয় দলে খেলার অভিজ্ঞতা এবার কোচ হিসেবে কাজে লাগাতে চাই। সব খেলোয়াড় সম্পর্কেই আমার ভালো ধারণা আছে। বিশ্বাস, কাবরেরাকে ভালোভাবে সহায়তা করতে পারব।’
১৮ মার্চ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

২০০৮ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন মামুন। ২০১৬ সালে চট্টগ্রাম আবাহনীর সহকারী কোচ হিসেবে কোচিংয়ে আসা। সে বছর প্রথমবারের মতো স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল চট্টগ্রামের ক্লাবটি। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে শেখ জামালের সহকারী কোচ ছিলেন তিনি।