আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ব্রাজিল
জাতীয় দলের প্রতি আর্জেন্টিনার খেলোয়াড়দের আনুগত্য নিয়ে গর্ব করতেই পারেন দেশটির ফুটবল সমর্থকেরা। করোনা মহামারিতে ‘লাল তালিকা’ভুক্ত দেশে জাতীয় দলের ম্যাচে খেলোয়াড় ছাড়তে রাজি নয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
কিন্তু আর্জেন্টিনার চার ফুটবলার—এমিলিয়ানো মার্তিনেজ, জিওভান্নি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া নিজ নিজ ক্লাবের নির্দেশ উপেক্ষা করে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্রাজিল সমর্থকেরা গর্ব করার সুযোগটুকু পাচ্ছেন না।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা জাতীয় দলের খেলোয়াড়দের শুরুতে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন ব্রাজিল কোচ তিতে। এই লিগ থেকে মোট ৯ খেলোয়াড়কে ডাকলেও নতুন খবর হলো, ইংলিশ লিগের খেলোয়াড়দের ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
উরুগুয়ের সংবাদকর্মী রদ্রিগো রোমানো এবং আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস খবরটি নিশ্চিত করেছে।
লিভারপুল গোলকিপার আলিসন, ম্যানচেস্টার সিটির গোলকিপার এডেরসন, চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা, লিভারপুল মিডফিল্ডার ফাবিনিও, ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফ্রেড, লিডস মিডফিল্ডার রাফিনিয়া, লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো, ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও এভারটন ফরোয়ার্ড রিচার্লিসনকে প্রাথমিক দলে ডাকেন তিতে।
ব্রাজিল কোচ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের বাদ দিতে পারেন, এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিছুদিন আগেই, যখন স্থানীয় এবং ইংলিশ প্রিমিয়ার লিগের বাইরে ইউরোপের অন্যান্য লিগে খেলা মোট ৯ খেলোয়াড় প্রাথমিক দলে ডাকেন তিতে।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী শুক্রবার চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর সোমবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং পরের শুক্রবার এ মাসের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে তিতের দল। এদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনাও।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সূত্র মারফত ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, টটেনহামের জিওভান্নি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরোকে বাছাইপর্বে পাওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।
ব্রাজিল এমনিতেই করোনাভাইরাসে বিপর্যস্ত আর আর্জেন্টিনাও লাল তালিকাভুক্ত দেশ। অর্থাৎ জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ইংল্যান্ডে ফিরে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিন করতে হবে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের। এতে লিগে অন্তত দুটি ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের পাবে না ক্লাবগুলো। এর পাশাপাশি ফিটনেস ও চোট নিয়ে শঙ্কা তো থেকেই যাচ্ছে।
অ্যাস্টন ভিলা কোচ ডিন স্মিথ জানিয়েছেন, বুয়েন্দিয়া ও মার্তিনেজের সঙ্গে এর মধ্যেই তিনি কথা বলেছেন, আর্জেন্টিনায় যেতে নিষেধ করেছেন, ‘আমি জানি না (বুয়েন্দিয়া ও মার্তিনেজ যাবে কি না)। তাদের বলেছি, আর্জেন্টিনায় গেলে খেলোয়াড়দের নিষিদ্ধ করবে প্রিমিয়ার লিগ, আমরা চাই তারা যেন না যায়।’