আবাহনীর সাবেক ক্রোয়াট কোচ এখন সাইফে
সাইফ স্পোর্টিং ক্লাবের নতুন কোচ ক্রোয়েশিয়ার দ্রাগো মামিচ
বাংলাদেশের ফুটবলে পরিচিত এক নাম দ্রাগো মামিচ। ক্রোয়েশিয়ার এ কোচের অধীনেই ২০১৭ সালের ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল আবাহনী লিমিটেড। সে কোচকেই নিয়োগ দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। মামিচের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশের ফুটবলের তরুণ মেধাবী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে। গত বছর চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ ছিলেন মিন্টু। দুই কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।
মৌসুমের শুরুতে বড় আশা নিয়ে মালদ্বীপ ফুটবল ইতিহাসের সেরা কোচ মোহাম্মাদ নিজামের হাতে তুলে দেওয়া হয়েছিল সাইফের দায়িত্ব। কিন্তু বাংলাদেশ পুলিশ ক্লাবের কাছে হেরে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই সাইফের সঙ্গে বিদায় ঘণ্টা বেজে যায় নিজামেরও। সপ্তাহ না ঘুরতেই মামিচের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে করপোরেট ক্লাবটি। মামিচ সর্বশেষ কাজ করেছে থাইল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব ছায়ানাট হর্নবিল এফসিতে। এর আগে ২০১৫ সালে মালদ্বীপ ও ২০১০ সালে মিয়ানমার জাতীয় দলের কোচ ছিলেন তিনি।
বিভিন্ন দেশের জাতীয় দলের দায়িত্ব পালন করা মামিচের ঢাকার ফুটবলের সম্পর্কে বেশ ভালো জানা শোনা আছে। ২০১৬ ও ২০১৭ সালে বিভিন্ন মেয়াদে আবাহনীর কোচ ছিলেন। কোচ নিয়োগের ক্ষেত্রে ঢাকায় কাজ করার অভিজ্ঞতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান নাসির উদ্দিন চৌধুরী, ‘আমরা এমন একজন বিদেশি কোচ খুঁজেছি, যার ঢাকায় কাজ করার অভিজ্ঞতা আছে। ভিডিও বার্তায় তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁর পরিকল্পনা পছন্দ হওয়ায় নিয়োগ চূড়ান্ত করেছি। ’ আগামীকালই ঢাকায় এসে দলের দায়িত্ব বুঝে নেওয়ার কথা আছে মামিচের।