মেসির ব্যালন ডি’অর ম্যারাডোনার জন্যও

ব্যালন ডি’অর হাতে মেসিছবি: এএফপি

কাল রাতে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ব্যালন ডি’অর ২০২৩ জেতার দৌড়ে মেসি এবার পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।

মেসি এমন একটা দিনে ব্যালন ডি’অর জিতেছেন, যেদিন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন। এমন দিনে মেসি কি ম্যারাডোনাকে মনে না করে পারেন!

আরও পড়ুন

পুরস্কার গ্রহণের পর মঞ্চে ক্যারিয়ারের নানা দিক নিয়ে মেসি কথা বলেছেন। সেই কথা শেষে মেসি মনে করেছেন ম্যারাডোনাকে। জন্মদিনে কিংবদন্তি ম্যারাডোনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘ডিয়েগোর নামটা বলতে চাই। এখানে যাঁরা আছেন, সবাই ফুটবলকে ভালোবাসেন, ডিয়েগোর মতো। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে ভালো জায়গা নেই। যেখানেই থাকুন না কেন, শুভ জন্মদিন। এটা আপনার জন্যও। আমি এই পুরস্কার আপনি ও সব আর্জেন্টাইনদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

মেসি ও ম্যারাডোনা দুজনেই বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে
ছবি: টুইটার

জাতীয় দল ও ক্লাবের হয়ে গত মৌসুমটা দারুণ কেটেছে মেসির, যার সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় অবশ্যই কাতার বিশ্বকাপ জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপ জেতানোর পথে ৭ গোল করেন মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেন জোড়া গোল। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল।

যদিও আর্জেন্টাইন মহাতারকা ম্যারাডোনা মেসির হাতে বিশ্বকাপ দেখতে পারেননি। ২০২০ সালের ২৫ নভেম্বর এই কিংবদন্তি না ফেরার দেশে চলে গেছেন। জাতীয় দলের সাফল্যের পাশাপাশি পিএসজির জার্সিতে টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জেতেন মেসি। এরপর মেজর লিগ সকারে ইন্টার মায়ামিকেও প্রথমবার শিরোপার স্বাদ দেন মেসি।

আরও পড়ুন