এমবাপ্পের আগমনে কি রিয়াল থেকে বিদায় নিচ্ছেন রদ্রিগো
ফ্রি ট্রান্সফারে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার পর স্বস্তির পাশাপাশি তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তাও। এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন সামনে এসেছে তা হলো, এমবাপ্পে কোন পজিশনে খেলবেন এবং কার পজিশনে খেলবেন। পাশাপাশি এমবাপ্পের কারণে রদ্রিগোকে ক্লাব ছাড়তে হবে কি না, সেই আলাপও সামনে এসেছে।
গত মৌসুমে রিয়ালের আক্রমণভাগে তিন খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও জুড বেলিংহাম। এই তিনজন মিলে দলকে দারুণ সাফল্যও এনে দিয়েছেন। যে কারণে এই দলে এমবাপ্পের পজিশন নিয়েও নানা জল্পনাকল্পনা ছিল। তাই সবার চোখ ছিল উয়েফা সুপার কাপের কাপে দিকে।
সেই ম্যাচে শুরুতে এমবাপ্পেকে বেঞ্চ থেকে নামানোর কথা শোনা গেলেও পরে মূল একাদশেই তাঁকে জায়গা দেন কোচ কার্লো আনচেলত্তি। অর্থাৎ প্রথম ম্যাচে আক্রমণভাগের চার খেলোয়াড়কেই একসঙ্গে খেলান রিয়াল কোচ। ম্যাচে দারুণভাবে আলোও ছড়ান এই চারজন। এমবাপ্পের প্রথম গোলে অবদান ছিল চারজনেরই।
প্রথম ম্যাচে এমন সাফল্যের পরও থামছে না আলোচনা। বিশেষ করে রদ্রিগোর বিদায় নিয়েই কথা হচ্ছে সবচেয়ে বেশি। এবারের দলবদলের শুরুতেই অবশ্য রদ্রিগোর ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন শোনা যায়। এখন পর্যন্ত সেই গুঞ্জন খুব বেশি ডানা না মেললেও পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। হুলিয়ান আলভারেজ সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যাওয়ার পর আক্রমণভাগে খেলোয়াড় সংকটে ভুগছে ম্যানচেস্টারের ক্লাবটি। সে ক্ষেত্রে দলবদল শেষ হওয়ার আগেই হয়তো রদ্রিগোকে দেখা যেতে পারে সিটির ড্রেসিংরুমে।
রদ্রিগোর প্রতিনিধি অবশ্য এর আগে এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘সে ক্লাব ছাড়তে চায় না। সে রিয়াল মাদ্রিদের হয়ে আরও শিরোপা জিততে চায়। অন্য কোনো ক্লাবে তাই সে যেতে চায় না। ম্যানচেস্টার সিটিতে বা অন্য কোথাও না।’
এদিকে রদ্রিগো যেতে না চাইলেও দলের বড় কোনো নামকে ক্লাব ছাড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক রিয়াল ফুটবলার ও পরিচালক প্রিদ্রাগ মিয়াতোভিচ। তিনি বলেছেন, ‘গত কয়েক বছরে রিয়াল যেভাবে চলেছে, সে সম্পর্কে ধারণা আছে। সেখানে বড় নামের খেলোয়াড় বিক্রি হয়েছে। এ গ্রীষ্মেও তেমন কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। অবশ্য এর মানে এটা না যে, বিষয়টা ঘটবেই। এটা খেলোয়াড়দের ওপরও নির্ভর করছে। যদি কোনো খেলোয়াড় ভালো বোধ না করে ও খুশি না থাকে, তাহলে নিজেই ক্লাব ছাড়তে চাইতে পারে।’
শেষ পর্যন্ত বড় কোনো নাম এবারের দলবদলে ক্লাব না ছাড়লেও আগামী বছর যে তেমন কিছু হতে যাচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত রিয়ালের হয়ে চারটি শিরোপা জেতা মিয়াতোভিচ, ‘পরের বছর নিশ্চিতভাবে বড় কিছু বিক্রি দেখা যাবে। খুব সম্ভবত, কিছু খেলোয়াড় লস ব্লাঙ্কোসে এবারই নিজেদের শেষ মৌসুম পার করছে।’