তিনি কেন কাভারাডোনা, দুর্দান্ত এক গোলেই প্রমাণ দিলেন

গোলের পর কাভারাস্কেইয়ার উদ্‌যাপনরয়টার্স

জর্জিয়ার বয়সভিত্তিক ফুটবলে প্রায় প্রতি ম্যাচেই অন্তত ১০টির বেশি ড্রিবলিং করতেন। ব্রাজিলের কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা ড্রিবলারদের একজন গারিঞ্চার নামের সঙ্গে মিলিয়ে তখন থেকেই তাঁকে ‘কাভারিঞ্চা’ নামে ডাকার শুরু। বেড়ে ওঠার পর নাপোলিতে যোগ দেওয়ার আগে পরিচিতি পান ‘জর্জিয়ান মেসি’ নামে। আর নাপোলিতে থাকতে তুলনা চলেছে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। সে জন্যই তখন খিচা কাভারাস্কেইয়াকে অনেকে ‘কাভারাডোনা’ নামে ডাকতে শুরু করেন। শেষ পর্যন্ত এই নামটিই ইউরোপে পরিচিতি পেয়েছে সবচেয়ে বেশি।

আরও পড়ুন

জর্জিয়ান উইঙ্গার নাপোলিতে থাকতেই ‘কাভারাডোনা’ নামের প্রতি সুবিচার করেছেন। ইতালিয়ান ক্লাবটিতে আড়াই বছরের ক্যারিয়ারে ৩৩ বছর পর ক্লাবটিকে জিতিয়েছেন সিরি আ। গোল করানোয় লিগে সে মৌসুমে তাঁর ওপরেও কেউ ছিল না। নাপোলিকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও। সে যাহোক, গত জানুয়ারিতে ঠিকানা পাল্টে কাভারাস্কেইয়া এখন পিএসজির। তবে ঠিকানা পাল্টে ফেললেও ভূমিকা পাল্টায়নি ২৪ বছর বয়সী এই উইঙ্গারের। ড্রিবলিং করছেন আগের মতোই, পাচ্ছেন অবিশ্বাস্য গোলের দেখাও।

বাঁ পায়ের শটে গোল করেন কাভারাস্কেইয়া
রয়টার্স

প্যারিসে গতকাল রাতেই যেমন কাভারাস্কেইয়ার পা থেকে দেখা গেল অবিশ্বাস্য এক গোল। বাঁ প্রান্তে মাঝমাঠের একটু সামনে থেকে বল পায়ে দৌড় শুরু করেন কাভারাস্কেইয়া। অ্যাস্টন ভিলার বক্সের ঠিক মাথায় এসে ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসিকে ড্রিবলিংয়ে কাবু করে বাঁ পায়ের জোরালো শটে চোখ–ধাঁধানো এক গোল করেন।

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের এ ম্যাচ ৩-১ গোলে জয়ের পর কাভারাস্কেইয়ার প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ লুইস এনরিকে, ‘আমার মতো একজন কোচের তার মানসিকতার খেলোয়াড়কে পাওয়া দারুণ ব্যাপার। অসাধারণ এক গোল করেছে সে। আমরা গত মৌসুমেই তাকে সই করানোর চেষ্টা করেছিলাম। পারিনি। গত জানুয়ারিতে যখন সই করাতে পেরেছি, তখন আসলে তাকে প্রত্যাশা করিনি। তার সবকিছুই আছে আমাদের অংশ হওয়ার জন্য।’

নাপোলিতে থাকতে যেভাবে খেলার জন্য ‘কাভারাডোনা’ তকমা পেয়েছিলেন কাভারাস্কেইয়া, পিএসজির হয়ে তাঁর এই গোলটি ঠিক একই রকম। জয়ের পর বিবিসি রেডিও ফাইভকে কাভারাস্কেইয়া বলেন, ‘কঠিন দলের মুখোমুখি হয়েছিলাম। ফল নিয়ে আমরা সন্তুষ্ট। আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এখনো দ্বিতীয় ম্যাচটি আছে, তাই কাজ শেষ হয়নি। ’ ফিরতি লেগ ভিলার মাঠে আগামী মঙ্গলবার রাতে।