লেস্টার সিটি ০–২ ম্যানচেস্টার সিটি
জিততে জিততে এক সময় ক্লান্ত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেটা অবশ্য এখন দূর অতীতের কোনো স্মৃতি বলে মনে হওয়ার কথা সিটির খেলোয়াড়দের কাছে।
এই সিটি তো বলা যায় হারতে হারতে এবং কদাচিৎ ড্র করে ক্লান্ত হয়ে উঠেছিল। জয় এই মৌসুমে সিটির জন্য এক বিরল ব্যাপার হয়ে উঠেছে বলা যায়।
লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে আজ মাঠে নামার আগে সর্বশেষ ১৩ ম্যাচে সিটির জয় ছিল মাত্র একটি, ৯ হারের সঙ্গে ছিল ৩টি ড্র। অবশেষে সিটি প্রায় ভুলে যাওয়া সেই জয়ের দেখা পেল আজ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পাওয়া হামজা চৌধুরীর দল লেস্টার সিটিকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।
২১ মিনিটে সাভিনিওর গোলে এগিয়ে যাওয়ার পর ৭৪ মিনিটের ব্যবধান বাড়িয়েছেন আর্লিং হলান্ড। হামজা ম্যাচের ৭০ মিনিটে বদলি নেমে খেলেছেন বাকি সময়টা।
স্বস্তির এ জয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে সিটি। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ৩১। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটিজেনদের পয়েন্ট ব্যবধান এখনো ১১। আর্নে স্লটের দল এখন পর্যন্ত ম্যাচও খেলেছে কম; ১৭টি।
এদিকে, লিগে এ নিয়ে সর্বশেষ চার ম্যাচেই হারল লেস্টার। আজকের হারে অবনমন অঞ্চলেই (পয়েন্ট তালিকার ১৮ নম্বরে) রয়ে গেছে হাজমার দল।
দিনের অন্য ম্যাচে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে নটিংহাম ফরেস্ট। টটেনহাম নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে। ফুলহাম–বোর্নমাউথ ম্যাচটিও শেষ হয়েছে ২–২ সমতায়।