জুভেন্টাসের কাছে হেরে খাদের কিনারায় ম্যান সিটি

ভ্লাহোভিচের গোল উদ্‌যাপনফেসবুক

জুভেন্টাস ২ : ০ ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটির ব্যর্থতার ধারা যেন শেষই হয় না। একের পর এক ম্যাচে হতাশ করতে থাকা দলটি আজ চ্যাম্পিয়নস লিগে হারল জুভেন্টাসের কাছে। তুরিনে পেপ গার্দিওলার দল হেরেছে ২–০ গোলে। জুভেন্টাসের জয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।

এই হারে সিটির চ্যাম্পিয়নস লিগের যাত্রাটা আরও কঠিন হয়ে গেল। এ নিয়ে সিটি চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে দুটি ম্যাচে হেরেছে এবং অন্য দুটিতে ড্র করেছে। যার ফলাফলস্বরূপ চ্যাম্পিয়নস লিগে সিটির অবস্থান এখন ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে। প্লে–অফ খেলতে হলে অন্তত ২৪–এর মধ্যে থাকতে হবে সিটিকে।

আরও পড়ুন

এখন পরের দুই ম্যাচ সিটির জন্য হতে যাচ্ছে অগ্নিপরীক্ষার। সেই ম্যাচগুলোতে ব্যর্থ হলে প্রথম রাউন্ডেই শেষ হয়ে যেতে পারে সিটির শিরোপা–স্বপ্ন। অন্যদিকে এই জয় জুভেন্টাকে নিয়ে এসেছে ১৪ নম্বরে। ৬ ম্যাচের ৩টিতে জিতেছে তারা।

তুরিনে শুরুতেই জুভেন্টাসকে চেপে ধরার চেষ্টা করে সিটি। জুভ ডি–বক্সের আশপাশে বল রেখে বেশ কয়েকটি আক্রমণ শাণায় তারা, কিন্তু গোলের দেখা মেলেনি। সিটির আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে জুভেন্টাসকে নির্ভর করতে হয়েছে প্রতি–আক্রমণের ওপর।

সিটিকে হারিয়ে এগিয়ে গেল জুভেন্টাস
ফেসবুক

এর মধ্যে বক্সের বাইরে থেকে দারুণ শটে চেষ্টাও করে জুভরা, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি মেলেনি। জুভেন্টাসের হুটহাট দু–একটি আক্রমণ বাদ দিলে ম্যাচ ছিল সিটিরই নিয়ন্ত্রণে। কিন্তু গোল না পাওয়ায় বাড়ছিল হতাশাও। এই হতাশা আরও বাড়ে ম্যাচের ৪০ মিনিটে।

গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ব্যর্থ হন হলান্ড। এ জন্য অবশ্য জুভ গোলরক্ষক মিচেলে ডি গ্রেগেরিওকেও কৃতিত্ব দিতে হয়। সামনে এগিয়ে এসে দারুণভাবে গোল বাঁচিয়েছেন তিনি।

বিরতির পর দুই দলই চেষ্টা করছিল গোল আদায়ের। তবে সিটিকে স্তব্ধ করে এগিয়ে যায় জুভেন্টাস। ৫৩ মিনিটে জুভেন্টাস ডিফেন্ডার ফেদেরিকো গাত্তির প্রচেষ্টা ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এদেরসন। তবে একটু পর টার্কিশ ফরোয়ার্ড কেনান ইলদিজের ক্রসে দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ।

আরও পড়ুন

পিছিয়ে পড়ে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে সিটি। কিন্তু বারবার জুভেন্টাসের বক্সে ঢুকে হতাশ হচ্ছিল তারা। এ জন্য অবশ্য জুভেন্টাসের ডিফেন্ডারদের কৃতিত্ব দিতে হবে। সিটির একের পর এক আক্রমণ  দারুণভাবে রুখে দিয়েছে তারা। ৬৮ মিনিটে ইলকাই গুন্দোয়ানের শট দারুণ দক্ষতায় ঠেকান জুভ গোলরক্ষক।

তবে ৭৫ মিনিটে জুভেন্টাস লিড ২–০ করলে সিটির ম্যাচে ফেরার আশা একরকম শেষ হয়ে যায়। দারুণ এক আক্রমণ থেকে টিমোথি উইয়াহর পাসে চোখধাঁধানো এক ভলিতে লক্ষ্য ভেদ করেন ম্যাককেনিয়ে। এই গোলের পরও চেষ্টা করেছে সিটি। কিন্তু শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিছুই মেলেনি শেষ ১০ ম্যাচে মাত্র একটিতে জেতা দলটির।