নেইমারকে ছেড়ে দিল আল হিলাল, এবার কি তবে সান্তোসে
গুঞ্জন সত্যি হলো। সৌদি আরবের পাট চুকালেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল কাল রাতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছে তারা।
এর আগে গতকাল সোমবার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। রাত না পোহাতেই সত্যি হলো সেই খবর।
আল হিলাল কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় এই খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তাঁর সাফল্য কামনা করছি।’
৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে। তবে সৌদি আরবে যাওয়ার পর চোট ও আরও কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার।
অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পথ ধরে সৌদি ফুটবল যোগ দিয়ে আল হিলালকে বড় স্বপ্নই দেখিয়েছিলেন নেইমার। আল হিলালে যোগ দেওয়ার দুই মাস পরই হাঁটুর চোট ছিটকে দেয় নেইমারকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার।
চোট কাটিয়ে ফিরে গত অক্টোবর ও নভেম্বরে দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামলেও আবারও চোটে পড়ে ছিটকে যান ফুটবল থেকে।
এর পর থেকেই নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটা শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায়, তারা আশা করছে নেইমারে সান্তোসেই ফিরবেন।