মেসির আরেকটি বিশ্বকাপ জয়ের সুযোগ

মেজর লিগ সকারের সাপোর্টার্স শিল্ড আজ মেসি–বুসকেতসদের হাতে তুলে দেওয়া হয়েছেএএফপি

২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে বার্সেলোনার হয়ে তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে তো অধরা স্বপ্নটাও পূরণ করেছেন। মেসির সামনে এবার আরেকটি বিশ্বকাপ জয়ের সুযোগ। আগামী বছর ক্লাব বিশ্বকাপে যে জায়গা করে নিয়েছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ এ ঘোষণা দিয়েছেন।

ইন্টার মায়ামির জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে একাধিক কারণে। নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে আজ নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি। এরপর বদলি নামা মেসির হ্যাটট্রিকে ম্যাচটা তারা ৬-২ গোলে জিতেছে। গোল উৎসবের দিনে মেজর লিগ সকারের (এমএলএস) এক মৌসুমে প্লে-অফ পর্বের আগে গড়েছে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড। ম্যাচ শেষে পেয়েছে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুখবর।

৩২ দল নিয়ে আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রেই হবে ক্লাব বিশ্বকাপ। সেই আসরের উদ্বোধনী ম্যাচ মায়ামির শহরেরই আরেক মাঠ হার্ড রক স্টেডিয়ামে হবে। ফাইনাল হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনাল হয়েছিল হার্ড রক স্টেডিয়ামেই। সেখানে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রাখে মেসির আর্জেন্টিনা।

আজ মেসি-সুয়ারেজেদের খেলা মাঠে বসেই উপভোগ করেন ফিফা সভাপতি ইনফান্তিনো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আপনাদের তিনটি বিষয় বলার আছে। প্রথমত, সাপোর্টার্স শিল্ড জয়ের জন্য অনেক অভিনন্দন। দ্বিতীয়ত, আপনারা ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন এবং সর্বশেষ, আপনাদের হার্ড রক স্টেডিয়ামেই ৬৫ হাজার দর্শকের সামনে আসন্ন টুর্নামেন্টের (ক্লাব বিশ্বকাপের) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।’

এ সময় ইনফান্তিনোর পাশেই ছিলেন মায়ামির তিন মালিক ডেভিড বেকহাম, হোসে মাস ও হোর্হে মাস। পরে ফিফাও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব বিশ্বকাপে মায়ামির জায়গা করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন

২০২৫ ক্লাব বিশ্বকাপে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে (কনক্যাকাফ) চারটি স্পট আছে। আগের ৪ মৌসুমের সাফল্য বিবেচনায় সেই চারটি জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল সাউন্ডার্স এবং মেক্সিকোর তিন ক্লাব লিওন, পাচুয়া ও মোন্তেররেই। ইন্টার মায়ামি স্বাগতিক দেশের (যুক্তরাষ্ট্রের) লিগে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে সাপোর্টার্স শিল্ড জেতায় ক্লাব বিশ্বকাপে জায়গা পেল।

এ নিয়ে ৩১টি দলের ক্লাব বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো। আরেকটি স্থান নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকান অঞ্চল (কনমেবল) থেকে। আগামী ৩০ নভেম্বর কোপা লিবার্তাদোরেসের চ্যাম্পিয়নরা শেষ দল হিসেবে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেবে।