কাতারের গরম নিয়ে সমস্যা নেই কাবরেরার

লেবাননের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি চলছে কাতারেছবি: বাফুফে

দেশে গরম যথেষ্টই। দুই মাস ধরেই প্রচণ্ড গরম আর তীব্র আর্দ্রতা। এমন গরমের মধ্যেই ঘরোয়া ফুটবলের খেলা হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে হয়েছে। কিন্তু লেবাননের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে কাতারে গিয়ে মরুর গরম চিন্তায় ফেলেছিল দলকে। দিনের বেলা নাকি সেখানে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। তবে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘গরম কোনো সমস্যা নয়।’

আরও পড়ুন

আজ কাতার থেকে পাঠানো এক ভিডিও বার্তায় কাবরেরা গরম কেন সমস্যা নয়, ব্যাখ্যা দিয়েছেন সেটির। যদিও জানিয়েছেন, কাতারে নেমে যে গরমটা পাচ্ছেন, সেটি প্রত্যাশিত ছিল। জুন মাসে কাতারে গরম থাকবে। কিন্তু তাই বলে এত!

কাতারের গরম সমস্যা মনে করেন না কাবরেরা
ছবি: বাফুফে

কাবরেরার কথা, ‘কাতারে যে গরমের মধ্যে পড়েছি, এটা খুব প্রত্যাশিত ছিল না। খুবই গরম। ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ট্রেনিং সেশন যখন করি, মানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে, তখন গরম কমে যায় অনেক। সূর্য ডুবে যাওয়ার পর আবহাওয়াটা ভালো। লেবাননের সঙ্গে ম্যাচটি কিন্তু এই সময়ই। তাই গরম কোনো সমস্যা নয়। আবহাওয়াও কোনো সমস্যা নয়।’

কাতারে এখন দিনের বেলার তাপমাত্রা ৪০–৪৫ ডিগ্রি সেলসিয়াল
ছবি: বাফুফে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ছিল বৃহস্পতিবার। বড্ড কঠিন ম্যাচ। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ৯০ মিনিট লড়ে যাওয়াটা সহজ কিছু নয়। সেই ম্যাচ খেলার ২৪ ঘণ্টার মাথাতেই কাতারে রওনা দিয়েছে দল। অস্ট্রেলিয়া ম্যাচের ধকলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা থেকে দোহার আকাশযাত্রার ধকল। ম্যাচ-রিকভারির সুযোগই হয়নি খেলোয়াড়দের। কাতারে শুক্রবার গভীর রাতে পৌঁছানোর পর সকালটা সে কাজেই গেছে বলে জানালেন স্প্যানিশ কোচ, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর ধকল কাটানোর জন্য কিছু সময় লেগেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিমানযাত্রার ধকল। তাই কাতারের প্রথম সকালটা আমরা বিশ্রাম নিয়েছি। তবে প্রথম ট্রেনিং সেশনটা কালই হয়েছে, যেটি ছিল কিছুটা সংক্ষিপ্ত। তবে আজ পুরোদমে অনুশীলন করবে দল। ম্যাচের আগে আমরা আর মাত্র একটি অনুশীলন সেশন পাব। খেলোয়াড়েরা সবাই ভালো আছে, সুস্থ আছে।’

শুক্রবার গভীর রাতে কাতার পৌঁছেছে বাংলাদেশ দল।
ছবি: বাফুফে

১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের। খেলাটি হবে দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। গত নভেম্বরে ঢাকায় লেবাননের বিপক্ষে ‘হোম’ ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। লেবানন অবশ্য নিজেদের ‘হোম’ ম্যাচ বৈরুতে খেলতে পারছে না। যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে খেলাটি হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে।