রেকর্ড ৩৪ শটের টাইব্রেকারের রাতে ইউনাইটেডের ৭–০ গোলে জয়
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের দিকেই সবার চোখ ছিল গতকাল। সেই দিনেই সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে খেলতে হলো কারাবাও কাপের ম্যাচ। এবারের চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পাওয়া ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে সবচেয়ে বড় জয় উপহার দিয়ে উঠে গেছে কারাবাও কাপ বা লিগ কাপের চতুর্থ রাউন্ডে। ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দল বার্নসলিকে ৭-০ গোলে হারিয়েছে ইউনাইটেড।
ইউনাইটেডের বড় জয়ের দিনে টাইব্রেকারে নতুন রেকর্ড গড়েছে প্রেস্টন নর্থ এন্ড ও ফুলহাম। টুর্নামেন্টের রেকর্ড ৩৪ শটের পেনাল্টি শুটআউট শেষে প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে দ্বিতীয় স্তরের ক্লাব প্রেস্টন। আগের রেকর্ডটি ছিল ৩২ শটের। ২০১৬ সালে সেই টাইব্রেকারে ডার্বি ১৪-১৩ গোলে হারিয়েছিল কার্লাইলকে।
টাইব্রেকারের প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতা ছিল। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বার উঁচিয়ে বাইরে মারার পর প্রেস্টনের রায়ান লেডসন গোল করে দলকে জয় এনে দেন। নির্ধারিত সময় ১–১ গোলে ড্র ছিল ম্যাচটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দশে পড়ে থাকা ইউনাইটেডের হয়ে কাল জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের হয়ে অন্য গোলটি করেছেন আন্তনি।
ডাচ কোচ টেন হাগের সময়ে এর আগে ইউনাইটেডের বড় জয়টা ছিল ৪-১ গোলের। রিয়াল বেতিস ও চেলসিকে এই ব্যবধানের হারিয়েছিল টেন হাগের দল। গতকালের ৭-০ গোলের জয়টা ২০২১ সালের পর ইউনাইটেডের সবচেয়ে বড় জয়ও। ২০২১ ওলে গুনার সুলশারের ইউনাইটেড ৯-০ গোলে হারিয়েছিল সাউদাম্পটনকে।