আবাহনীর সঙ্গে খেলতেই চোট নিয়ে অনুশীলন করেছেন রবসন

বসুন্ধরার জয়ের নায়ক রবসন দা সিলভাছবি: শামসুল হক

ম্যাচ শেষে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের সমর্থকেরা নেমে এসেছেন। প্রিয় খেলোয়াড়দের কাছে পেয়ে তখন সেলফি তোলার হিড়িক চলছে সমর্থকদের। মাঠের এক পাশে তখন ফোন সামনে রেখে ভিডিও কলে কথা বলছিলেন কিংসের প্রাণভোমরা রবসন দা সিলভা। মুখের হাসি ও শরীরের অঙ্গভঙ্গিতেই বোঝা যাচ্ছিল কোন প্রিয়জনের সঙ্গে কথা বলছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

আরও পড়ুন

একটু আগেই তাঁর জোড়া গোলের কল্যাণে আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে হারিয়েছে কিংস। এই আনন্দের মধ্যেই রবসনের উদ্দেশে প্রশ্ন, এত খুশি মনে কার সঙ্গে কথা বলছিলেন? রবসন, ‘আমার স্ত্রী ও সন্তান। ওরা তো সারা বছর বাংলাদেশেই থাকে। কিছুদিন আগে ওরা ব্রাজিলে ফিরে গেছে। তাই এই আনন্দের মুহূর্ত ওদের সঙ্গে ভাগাভাগি করলাম।’

রবসনের কাছে আজ একটি অবধারিত প্রশ্ন, গোলের আনন্দে ফেন্সের ওপর উঠে দাঁড়ালেন কেন? তাঁর জবাবে পাওয়া গেল আবাহনীর বিপক্ষে ম্যাচটি রবসনের কাছে কতটা গুরুত্বপূর্ণ!

চোট নিয়েও আজ খেলেছেন রবসন দি সিলভা
ছবি: শামসুল হক

মাঠে দাঁড়িয়েই রবসন বলছিলেন, ‘সবাই জানেন আবাহনী আমাদের মূল প্রতিপক্ষ দল। খেলোয়াড়দের বলেছি, স্বাধীনতা কাপে ওদের বিপক্ষে হেরে শিরোপা হারিয়েছি আমরা। আজ সেটা ফিরিয়ে দেওয়ার সুযোগ। চোটের কারণে অনুশীলন করতে পারছিলাম না আমি। শুধু এই ম্যাচটির জন্যই হালকা অনুশীলন করেছি। তাই গোলের আনন্দে ফেন্সের ওপর ওঠে দাঁড়িয়েছিলাম। এই ম্যাচে জেতার আনন্দই অন্য রকম।’

আরও পড়ুন

আজ মূলত রবসন–জাদুতেই ম্যাচটি জিতেছে কিংস। ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ৭১ মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন, যোগ করা সময়ে করেছেন ব্যক্তিগত দ্বিতীয় গোল। দুটি গোলই ছিল দুর্দান্ত। এই নিয়ে এবারের লিগে ১৫টি গোল করলেন রবসন। এরই মধ্যে আগামী দুই মৌসুমের জন্য কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।