আর্সেনালকে রুখে দিয়ে ‘শত্রু’ লিভারপুলের সুবিধা করে দিল এভারটন

এনদিয়ারের পেনাল্টি গোলে সমতা ফেরায় এভারটনরয়টার্স

এভারটন ১: ১ আর্সেনাল

লিভারপুল ও এভারটন—দুই ‘শত্রু’ ক্লাব। মার্সিসাইড প্রতিবেশীরা একে অন্যের অমঙ্গলই কামনা করে সব সময়। তবে আজ গুডিসন পার্ক থেকে প্রতিবেশী লিভারপুলকে উপহারই পাঠানো হলো। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মূল প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে যে রুখে দিয়েছে এভারটন।

ঘরের মাঠে আজ ‘বিরক্তিকর’ এক ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছ এভারটন। আর তাতে শিরোপার সঙ্গে দূরত্ব আরও কমেছে লিভারপুলের। ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৬২। এক ম্যাচ কম খেলা লিভারপুল শীর্ষে ৭৩ পয়েন্ট নিয়ে। চ্যাম্পিয়ন হতে শেষ আট ম্যাচে এখন ১১ পয়েন্ট দরকার আর্নে স্লটের লিভারপুলের। আর্সেনাল এরপর আর যত পয়েন্ট হারাবে, লিভারপুলের সমীকরণও আরও সহজ হয়ে আসবে।

আরেকটি হতাশার ম্যাচ, লিভারপুলকে শিরোপার পথে আরেকটু এগিয়ে দিল আর্সেনাল
রয়টার্স

১২০ বছর আগেই এই দিনেই প্রথম মুখোমুখি হয়েছিল এভারটন ও আর্সেনাল। বিশেষ সেই দিনে আজ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল। ৩৪ মিনিটে লিয়ান্দ্রো তোসারের গোল এগিয়ে দেয় মিকেল আরতেতার দলকে। ম্যাচের গোল লক্ষ্য করে নেওয়া প্রথম শটেই গোলটি করেন ত্রোসার। রাহিম স্টার্লিংয়ের সঙ্গে পাস আদানপ্রদান করার পর গোলটি করেন ত্রোসার।

আরও পড়ুন

ফাউলে ভরপুর ম্যাচে এভারটন সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে। লুইস-স্কেলি হ্যারিসনকে ফেলে দেওয়ার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লিলমান এনদিয়ায়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করে সমতা ফেরান।

আর্সেনাল এরপর দুবার গোলের কাছাকাছি গেলেও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মিকেল মেরিনোরা নষ্ট করেন সুযোগ।

আরও পড়ুন