সাফের খেলা ‘হোম অর অ্যাওয়ে’ পদ্ধতিতে, শুরু আগামী ১৫ জুন

কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন সভাপতি কাজী সালাহউদ্দিন।সাফ

‘হোম অর অ্যাওয়ে’ পদ্ধতিতে এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। আজ বুধবার নেপালের কাঠমান্ডুতে সাফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন।

সভায় আগামী ১৫ জুন থেকে ৫ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের তারিখ নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টটি ‘হোম অর অ্যাওয়ে’ পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত হলেও এ নিয়ে সব সদস্য দেশের সঙ্গে আলোচনা করা হবে। কোনো সমস্যা দেখা দিলে তখন নির্দিষ্ট একটি ভেন্যুতেই আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট।

সাধারণত সাফ টুর্নামেন্ট কোনো একটি দেশ এককভাবে আয়োজন করে থাকে। তবে এবার গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সাফ নির্বাহী কমিটি। এ ক্ষেত্রে টুর্নামেন্ট হবে লিগপদ্ধতিতে। সাত দলের প্রতিটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অন্য দলগুলোর সঙ্গে একটি করে মোট ৬ ম্যাচ খেলবে।

এর মধ্যে তিনটি ম্যাচ খেলবে নিজের দেশে, অন্য তিনটি প্রতিপক্ষের মাঠে। কোন তিনটি হোমে আর কোন তিনটি অ্যাওয়েতে, সেটি নির্ধারিত হবে ড্রর মাধ্যমে। দক্ষিণ–পূর্ব এশিয়ান অঞ্চলের আসিয়ান চ্যাম্পিয়নশিপে এ পদ্ধতি অনুসরণ করা হয়।

তবে ‘হোম অর অ্যাওয়ে’ পদ্ধতিকে এখনই সিদ্ধান্ত চূড়ান্ত বলছে না সাফ। সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, লিগপদ্ধতি নিয়ে সব সদস্যদেশের সঙ্গে আলোচনা করা হবে। সমস্যা থাকলে নির্দিষ্ট একটি ভেন্যুতেই আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট।

আরও পড়ুন

সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। পুরুষ ও নারী দুই বিভাগেই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী ২০২৬ সাল থেকে শুরু হবে। ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছরই এ টুর্নামেন্টটি আয়োজন করতে চায় সাফ। ৮টি ক্লাব নিয়ে হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাফ সদস্য দেশের দুটি ক্লাব খেলবে এতে, বাকি ৬টি দেশ থেকে একটি করে ক্লাব। এ টুর্নামেন্টও হবে হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে।