মায়ামিতে মেসি–সুয়ারেজদের ২০ মিনিটের ‘সুন্দর ফুটবল’

এক ফ্রেমে মেসি, সুয়ারেজ এবং বুসকেতসএএফপি

শুরু হয়ে গেছে ইন্টার মায়ামির নতুন মৌসুমের প্রস্তুতি। গতকাল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দলটির প্রথম দিনের অনুশীলনে সংবাদমাধ্যমের ক্যামেরা থেকে শুরু করে সমর্থকদের চোখ ছিল দুজনের ওপর—মেসি আর সুয়ারেজ। বার্সেলোনায় সতীর্থ হিসেবে দারুণ সব অর্জন মেসি-সুয়ারেজ জুটির। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দারুণ বন্ধু তাঁরা।

সেই বন্ধুত্বের টানেই এবার ইন্টার মায়ামিতে একত্র হলেন দুজন। প্রথম দিনের সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথাও বলেছেন এই উরুগুইয়ান তারকা। এ সময় ইন্টার মায়ামিতে নিজের লক্ষ্যের বিষয়েও জানিয়েছেন। প্রথম দিনের অনুশীলন নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনও। মেসি, সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা মিলে অনুশীলনে সুন্দর ফুটবল উপহার দিয়েছেন বলেও মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কোচ।

আরও পড়ুন

মায়ামিতে আসার আগে মেসি তাঁকে কী বার্তা দিয়েছিলেন, তা নিয়ে সুয়ারেজ বলেছেন, ‘মেসি আমাকে ইন্টার মায়ামি নিয়ে ভালো ভালো কথা বলেছে। সে যা বলেছে, তা আমার জন্য দারুণ ছিল।’

গত মৌসুমে মেসির হাত ধরে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জেতে ইন্টার মায়ামি। নিজের প্রথম চেষ্টাতেই দলকে লিগস কাপের শিরোপা এনে দেন এই আর্জেন্টাইন মহাতারকা। এবার ইন্টার মায়ামির চোখ সম্ভাব্য চার শিরোপাতেই—এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ এবং ইউএস ওপেন কাপ।
সুয়ারেজ বলেছেন, ‘আমরা কেন চারটি শিরোপাই জিততে পারব না? এটা আসলে আমাদের ওপর নির্ভর করছে। আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারি। তবে আমাদের এটা কাজ, নিবেদন ও আত্মত্যাগের মাধ্যমে মাঠেই করে দেখাতে হবে।’

আরও পড়ুন

আসছে মৌসুমকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন নিয়ে ইন্টার মায়ামির কোচ মার্তিনো বলেছেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল দিয়ে শেষ করেছি। এই ২০ মিনিটে চারজন (মেসি, সুয়ারেজ, বুসকেতস, আলবা) দেখিয়েছে, তারা একসঙ্গে খেলাটা ভুলে যায়নি। এটা ছিল ২০ মিনিটের সুন্দর ফুটবল।’

২০ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এরপর তারা খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর, হংকং লিগ টিম, ভিসেল কোবে ও মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।