কথায় আছে, লন্ডনের আবহাওয়া বোঝা বড় দায়! এখন দেখা যাচ্ছে, প্যারিসের আবহাওয়া বোঝাও কঠিন।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই সংবাদমাধ্যমগুলো জানিয়ে এসেছে, পিএসজি নতুন চুক্তি করবে লিওনেল মেসির সঙ্গে। কাতার বিশ্বকাপ চলার সময় থেকেই নাকি এ নিয়ে কথা–চালাচালি করছিল দুই পক্ষ। মৌখিক সম্মতিতেও পৌঁছে গিয়েছিলেন মেসি ও পিএসজি। বাকি শুধু ব্যক্তিগত কিছু বিষয়ে একমত হয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তির কাগজপত্রে সই করা।
এ নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপের সংবাদমাধ্যম। কিন্তু ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লেকিপ’ এক প্রতিবেদনে রীতিমতো সন্দেহই প্রকাশ করেছে—মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তি হবে তো!
নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে দীর্ঘদিন। সময় যত গড়াচ্ছে চুক্তিটি হওয়াও আরও অনিশ্চিত হয়ে পড়ছে বলে দাবি করেছে লেকিপ।
সংবাদমাধ্যমটির বরাত দিয়ে ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি প্যারিসে গিয়েছিলেন। সেখানে মঙ্গলবার ছেলের নতুন চুক্তি নিয়ে পিএসজির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন হোর্হে মেসি। কিন্তু বৈঠকটি নিষ্ফলা হয়েছে। বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি দুই পক্ষ।
চুক্তির কাগজপত্র তৈরি করে গত জানুয়ারিতেই পিএসজি আশা প্রকাশ করেছিল, মেসি দ্রুতই তাতে সই করে প্যারিসের ক্লাবটিতে নিজের তৃতীয় মৌসুম খেলা নিশ্চিত করবেন। কিন্তু আর্জেন্টাইন তারকা নাকি পিএসজির এই নতুন চুক্তির প্রস্তাব গ্রহণ করেননি। পিএসজি অবশ্য হাল ছাড়ছে না।
হোর্হে মেসির সঙ্গে পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের বৈঠকে কোনো কিছু ঠিক না হলেও এই বৈঠককে চূড়ান্ত মনে করছে না লিগ আঁ–র ক্লাবটি। ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, এটি চুক্তি নিয়ে বিভিন্ন দর–কষাকষির মাঝামাঝি পর্যায়ের বৈঠক। শিগগিরই অন্য কোথাও আবারও বৈঠকে বসবে দুই পক্ষ।
সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি নবায়ন নিয়ে শুরুতে নমনীয় ছিল দুই পক্ষই। কিন্তু সময় গড়িয়ে চলার সঙ্গে অন্য সম্ভাবনাগুলোও গুরুত্ব দিচ্ছেন মেসি। তাঁর পরিবার ফ্লোরিডায় বসবাস করতে চায়, এই খবর আগেই প্রকাশিত হয়েছে।
সে হিসেবে অনেকেই পিএসজি থেকে মেসির নতুন ঠিকানা হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিকে দেখছেন। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম এই ক্লাবের মালিক ও সভাপতি। বেকহাম বহু আগেই মিয়ামিতে খেলার আহ্বান জানিয়েছেন ৩৫ বছর বয়সী মেসিকে।
এদিকে পিএসজির সব পরিকল্পনার কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে—এ বিষয়টি নাকি পছন্দ হচ্ছে না মেসির। যদিও সংবাদমাধ্যমের সামনে সব সময় এমবাপ্পের প্রশংসাই করে এসেছেন বার্সা কিংবদন্তি। আর আর্থিক সংগতি নীতির সঙ্গে সাযুজ্য রাখতে মেসির বেতনও কমাতে চায় পিএসজি। এসব বিষয় মিলিয়ে পিএসজিতে নাকি মন টিকছে না মেসির।
মৌসুম শেষে জুন মাসে মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। মিয়ামিতে কোচের দায়িত্বে আছেন বেকহামের খেলোয়াড়ি জীবনের সতীর্থ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ফিল নেভিল। আর ছুটি পেলে মেসি তাঁর পরিবার নিয়ে ফ্লোরিডা ঘুরে আসেন প্রায়ই।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, মিয়ামিতে মেসি পিএসজির মতো আয় করতে পারবেন না, তবে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হতে পারেন।