একের পর এক বাধা টপকে এগিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তুলে নিয়েছে টানা অষ্টম জয়। আজ মোহামেডান ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে হয়েছে একমাত্র গোলটি। জুয়েলের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পান এমানুয়েল সানডে। নাইজেরিয়ার স্ট্রাইকার বাকি কাজটা সেরেছেন কোনাকুনি শটে। ব্রাদার্সের অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম পারলেন না গোলের রাস্তা বন্ধ করতে।
বাকি সময়টা চেষ্টা করেও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি মোহামেডান। শেষ দিকে ব্রাদার্স ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে। কিন্তু দিনটা তাদের ছিল না।
সপ্তম রাউন্ড পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছিল মোহামেডান। অষ্টম রাউন্ডেও জয় পাওয়ায় লিগ দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আলফাজ আহমেদের দল।
৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষেই সাদাকালোরা। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। তিনে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৫। চারে ব্রাদার্স। তাদের পয়েন্ট ১৪।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম আবাহনী। টানা সাত হারের পর অবশেষে ভাগ্যদেবী তাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। লিগে পয়েন্টের ঘরে প্রথম কোনো সংখ্যা বসাতে পেরেছে চট্টগ্রাম আবাহনী। ৫৫ মিনিটে স্বাধীনের পাস থেকে মহামূল্যবান গোলটি করেছেন মোর্শেদ। পুলিশের এটি আট ম্যাচে পঞ্চম হার।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ৪-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে। লিগে এটি ফকিরেরপুলের দ্বিতীয় জয়।