সুইজারল্যান্ড: লক্ষ্য শেষ আট
সুইজারল্যান্ড

খেলার সূচি

জি
আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরা
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড
ক্যামেরুন
ক্যামেরুন
২৪ নভেম্বর
বিকেল ৪টা
জি
স্টেডিয়াম ৯৭৪, দোহা
ব্রাজিল
ব্রাজিল
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড
২৮ নভেম্বর
রাত ১০টা
জি
স্টেডিয়াম ৯৭৪, দোহা
সার্বিয়া
সার্বিয়া
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড
২ ডিসেম্বর
রাত ১টা

দল পরিচিতি

সুইজারল্যান্ড: লক্ষ্য শেষ আট

সুইসরা বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাছাইপর্বে ৮ ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে প্লে-অফে ঠেলে দিয়ে। যে প্লে-অফ থেকে পরে আর উঠে আসতে পারেনি ইতালি।

পুরো বাছাইপর্বটাই সুইজারল্যান্ডকে খেলতে হয়েছে গ্রানিত জাকার মতো দলের অন্যতম বড় তারকাকে ছাড়া, যিনি চোটের কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। জাকা ফেরার পর বরং দলের পারফরম্যান্স উল্টো খারাপ হয়েছে।

২০২২ সালটা সুইজারল্যান্ড শুরু করেছে টানা ৫ ম্যাচ জয়হীন থেকে, যে ৫ ম্যাচের ৪টিতেই হার। তবে এই সুইজারল্যান্ডই আবার নেশনস লিগে পরপর তিনটা ম্যাচ জিতেছে স্পেন, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। বিশ্বকাপের আগে এই তিন জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে মুরাত ইয়াকিনের দলকে।

শক্তি

রক্ষণভাগ গোল খেতে চায় না একেবারেই। ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, সিলভান ভিদমাররা বাছাইপর্বের ৮ ম্যাচে খেয়েছেন মাত্র ২ গোল। মাঝমাঠে ‘আলপাইন মেসি’ জেরদান শাকিরি, আর্সেনালের গ্রানিত জাকা, স্টিভেন জুবের ও রেমো ফ্রয়লারের অভিজ্ঞতা বেশ কাজে দেবে।

দুর্বলতা

ফরোয়ার্ডরা ধারাবাহিক নন। বাছাইপর্বে ৮ ম্যাচে ১৫ গোল করেছে সুইজারল্যান্ড। কিন্তু এরপরের ৮ ম্যাচে আবার মাত্র ৮ গোল। শাকিরির ফর্ম নিয়ে দুশ্চিন্তা আছে, আছে কোচের সঙ্গে জাকার সম্পর্ক নিয়ে টানাপোড়েনও।

প্রত্যাশা ও বাস্তবতা

২০২০ ইউরোতে কোয়ার্টার ফাইনাল খেলা দলটা খুব একটা বদলায়নি এখন পর্যন্ত। লক্ষ্য তাই বিশ্বকাপেও অন্তত শেষ আটে খেলা। সেটা করতে হলে শেষ ১৬-তে ভাগ্যের সহায়তা লাগবে সুইসদের।...আরও

স্কোয়াড

মুরাত ইয়াকিন
মুরাত ইয়াকিন
কোচ
ইয়ান সোমার
ইয়ান সোমার
গোলরক্ষক
ব্রিল এমবোলো
ব্রিল এমবোলো
ফরোয়ার্ড

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
১৫
বিশ্বকাপে অংশগ্রহণ
১১
এদমিলসন ফার্নান্দেজ
এদমিলসন ফার্নান্দেজ
ডিফেন্ডার
সিলভান ভিডমার
সিলভান ভিডমার
ডিফেন্ডার
নিকো এলভেদি
নিকো এলভেদি
ডিফেন্ডার
মানুয়েল আকাঞ্জি
মানুয়েল আকাঞ্জি
ডিফেন্ডার
রেনাতো স্টেফান
রেনাতো স্টেফান
ডিফেন্ডার
রিকার্দো রদ্রিগেজ
রিকার্দো রদ্রিগেজ
ডিফেন্ডার
ইরাই কোমার্ট
ইরাই কোমার্ট
ডিফেন্ডার
ফাবিয়ান শার
ফাবিয়ান শার
ডিফেন্ডার
ডেনিস জাকারিয়া
ডেনিস জাকারিয়া
মিডফিল্ডার
রেমো ফ্রয়লার
রেমো ফ্রয়লার
মিডফিল্ডার
গ্রানিত জাকা
গ্রানিত জাকা
মিডফিল্ডার
মিশেল অ্যাবিশার
মিশেল অ্যাবিশার
মিডফিল্ডার
জিব্রিল সো
জিব্রিল সো
মিডফিল্ডার
ক্রিস্টিয়ান ফাসনাখট
ক্রিস্টিয়ান ফাসনাখট
মিডফিল্ডার
ফাবিয়ান ফ্রাই
ফাবিয়ান ফ্রাই
মিডফিল্ডার
জেরদান শাকিরি
জেরদান শাকিরি
মিডফিল্ডার
ফাবিয়ান রিডার
ফাবিয়ান রিডার
মিডফিল্ডার
আরডন জাশারি
আরডন জাশারি
মিডফিল্ডার
ইয়োনাস ওমলিন
ইয়োনাস ওমলিন
গোলরক্ষক
গ্রেগর কোবেল
গ্রেগর কোবেল
গোলরক্ষক
ফিলিপ কোন
ফিলিপ কোন
গোলরক্ষক
হারিস সেফেরোভিচ
হারিস সেফেরোভিচ
ফরোয়ার্ড
রুবেন ভারগাস
রুবেন ভারগাস
ফরোয়ার্ড
নোয়াহ ওকাফোর
নোয়াহ ওকাফোর
ফরোয়ার্ড